হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবানন থেকে ইসরায়েলে হামলা, হিজবুল্লাহর দায় স্বীকার

লেবানন থেকে ইসরায়েলে ১০টির বেশি রকেট নিক্ষেপ করেছে দেশটির জেহাদি সংগঠন হিজবুল্লাহ। আজ শুক্রবার ইসরায়েলের বিতর্কিত শেবা ফার্মস জেলায় এই হামলা চালানো হয়। 

২০১৯ সালের পর এই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলে হামলার দায় স্বীকার করে নিল। এক সপ্তাহ ধরেই ইসরায়েল–লেবানন সীমান্তে উত্তেজনা চলছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার জবাবে আজ শুক্রবার রকেট হামলা চালানো হয়েছে।

দক্ষিণ লেবানন থেকে বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি জানিয়েছেন, তিনি শেবা ফার্মস এলাকায় বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া দেখেছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, লেবাননের যে উৎস থেকে হামলা চালানো হয়েছে, সেখানেই হামলা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সাত বছরের মধ্যে প্রথমবারের মতো লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে রকেট হামলার জবাবে দেশটির দক্ষিণাঞ্চলের রকেট ছোড়ার স্থানগুলোতে বৃহস্পতিবার ভোররাতে বিমান হামলা চালায় তারা। 

প্রসঙ্গত, গত বুধবার লেবানন থেকে ছোড়া দুটি রকেট ইসরায়েলে গিয়ে পড়ার পর গোলাবর্ষণ করে তার জবাব দিয়েছিল ইসরায়েল। পরে বিমান হামলাও চালাল তারা।

শেবা ফার্মস একটি জেলাটি হিজবুল্লাহ এবং লেবানন তাদের বলে দাবি করে। তবে জাতিসংঘের শান্তিচুক্তি অনুযায়ী, শেবা ফার্ম সিরিয়ান গোলান মালভূমির অংশ। এটি ১৯৬৭ সাল থেকে দখল করে রেখেছে ইসরায়েল। এটি ১৯৮১ সালে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হয়।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া