হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইরান

রাশিয়ার কাছ থেকে ‘সু-৩৫’ নামের অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার ব্যাপারে চুক্তি করেছে ইরান। গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

নিউইয়র্কে জাতিসংঘের ইরান মিশনের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, সুখোই-৩৫ যুদ্ধবিমান প্রযুক্তিগতভাবে গ্রহণযোগ্য এবং ইরান এটি কেনার জন্য রাশিয়ার সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে।

তবে আইআরআইবির প্রতিবেদনে রাশিয়ার নিশ্চিতকরণের কোনো তথ্য নেই। রাশিয়া এখন পর্যন্ত এই চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। জাতিসংঘের ইরান মিশন বলেছে, ইরান আরও কয়েকটি দেশ থেকে যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে। তবে দেশগুলোর নাম প্রকাশ করেনি।

রাশিয়ার কাছ থেকে ইরানের যুদ্ধবিমান কেনার খবরটি গত বৃহস্পতিবার প্রথম প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর পশ্চিমাদের চাপের মুখে পড়ে রাশিয়া। তখন ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ওই বছরের জুলাইয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। ইরান রাশিয়ার কাছে ড্রোন পাঠানোর কথা স্বীকারও করেছে। তবে ইরান কর্তৃপক্ষ বলেছে, ইউক্রেনে হামলা শুরু করার আগে ওই ড্রোনগুলো পাঠানো হয়েছিল।

অন্যদিকে রাশিয়া শুরু থেকেই ইরানের ড্রোন ব্যবহার করার কথা অস্বীকার করে আসছে। মস্কো বলেছে, ইউক্রেনে তারা ইরানের ড্রোন ব্যবহার করেনি।

রয়টার্স বলেছে, ইরানের বিমানবাহিনীর কাছে কয়েক ডজন ‘স্ট্রাইক এয়ারক্রাফট’ রয়েছে। এর মধ্যে রাশিয়ার যুদ্ধবিমান ও পুরোনো আমলের মার্কিন মডেলের যুদ্ধবিমানও রয়েছে।

এর আগে ২০১৮ সালে ইরান বলেছিল, তারা বিমানবাহিনীর জন্য স্থানীয়ভাবে ডিজাইন করা ‘কাউসার ফাইটার’ তৈরি করতে শুরু করেছে। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, যুদ্ধবিমানটি ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের তৈরি করা এফ-৫ যুদ্ধবিমানের অনুকরণে তৈরি করা হয়েছে।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের