হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্প–খামেনি যুদ্ধ চলছে সোশ্যাল মিডিয়ায়

ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র বাকযুদ্ধ।

গতকাল মঙ্গলবার ট্রাম্প একাধিক পোস্টে দাবি করেন, ‘ইরানের আকাশ এখন সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে।’ এরপর ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে খামেনিকে সরাসরি হুঁশিয়ার করে বলেন, ‘আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ লক্ষ্য। তবে আমরা এখনই তাঁকে হত্যা করব না... যদিও আমাদের ধৈর্য ফুরিয়ে যাচ্ছে।’

একপর্যায়ে ট্রাম্প লেখেন, ‘নির্বিচার আত্মসমর্পণ চাই।’

এর জবাবে খামেনি আজ বুধবার একাধিক পোস্ট দেন এক্সে (সাবেক টুইটার)। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে প্রবেশ করে, সেটা শতভাগ তাদের নিজেরই ক্ষতি হবে।’

খামেনি আরও লেখেন, ‘ইরানকে আত্মসমর্পণ করতে বলা বুদ্ধিমানের কাজ নয়। ইরান কখনোই কারও হামলার জবাবে মাথা নত করবে না।’

আরেকটি পোস্টে খামেনি বলেন, ‘ট্রাম্প তাঁর হাস্যকর কথাবার্তায় দাবি করছেন যে, ইরানি জাতি তাঁর কাছে আত্মসমর্পণ করবে... এমন হুমকিতে ইরানি জাতি ভয় পায় না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এই বাকযুদ্ধ যুদ্ধক্ষেত্রের বাইরেও উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। দুই পক্ষের বক্তব্য থেকে স্পষ্ট, কূটনৈতিক উত্তেজনা শিগগির কমার কোনো লক্ষণ নেই।

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান