হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লোহিত সাগরে গ্রিক মালিকানাধীন জাহাজে হুতিদের হামলা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি ছোট জলযানে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। হুতিদের হামলায় গ্রিক মালিকানাধীন পণ্যবাহী জাহাজটিতে পানি উঠে গিয়েছিল। এরপর হোদেইদাহে লোহিত সাগরের বন্দরের কাছে জাহাজটি উদ্ধার করা প্রয়োজন হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

গতকাল বুধবার কার্গো জাহাজটিতে এই হামলা হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জাহাজটির মালিকানার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক আছে কি না তা–ও স্পষ্ট নয়।

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুদ্ধরত ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানা এবং এর সবচেয়ে জনবহুল এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের সমর্থনে নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজ চলাচলে বাধা দিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তারা।

এরই মধ্যে তারা একটি জাহাজ ডুবিয়েছে, আরেকটি জাহাজ জব্দ করেছে এবং বেশ কয়েকটি আক্রমণের মাধ্যমে তিনজন নাবিককে হত্যা করেছে।

হুতিরা বলেছে, তাদের আক্রমণের লক্ষ্যবস্তু ছিল টিউটর নামের কয়লাবাহী জাহাজ। মনুষ্যবিহীন একটি সারফেস বোট, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্যবস্তু করার পর এটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল।

মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে গতকাল বুধবার জানিয়েছে, জাহাজটি হোদেইদাহ থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল (১২৬ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে থাকা অবস্থায় হামলার শিকার হয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হামলার বিষয়ে এক বিবৃতিতে বলেছে, মনুষ্যবিহীন সারফেস ভেসেলের আঘাতে জাহাজটিতে পানি ঢুকে ইঞ্জিন রুমের ক্ষতি হয়েছে। এটি ছিল হুতিদের প্রথম কোনো নৌকাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা।

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা