হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে গরমে হজযাত্রীদের স্বস্তি দিতে রোড-কুলিং প্রযুক্তি

সৌদি আরবে তাপমাত্রা ৪৬ ডিগ্রিতে পৌঁছেছে, যার কারণে হজযাত্রীরা এবার ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। তবে হজযাত্রীদের নিরাপদ ও আরামদায়ক চলাফেরার জন্য রাস্তায় কুলিং প্রযুক্তি ব্যবহার করছে কর্তৃপক্ষ। 

রোডস জেনারেল অথোরিটির মুখপাত্র আব্দুল আজিজ আল-ওতাইবি আরব নিউজকে বলেছেন, রাস্তা যখন সূর্যালোকের সংস্পর্শে আসে, তখন এই প্রযুক্তি তাপ শোষণ করে। ৭০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত শোষণ করবে এই প্রযুক্তি। 

মুখপাত্র আরও বলেন, রাস্তা থেকে তাপ নির্গত করতে শুরু করলে এই প্রযুক্তি তাপ শোষণ করবে। এই প্রযুক্তি ফুটপাতে দেওয়া হবে। 

রোড-কুলিং প্রযুক্তি সম্পর্কে মুখপাত্র বলেন, ‘আমরা যে উপাদান তৈরি করেছি, তা রৌদ্রোকরোজ্জ্বল আবহাওয়ায় সবচেয়ে কার্যকর। কারণ এটি সূর্যের রশ্মিকে প্রতিফলিত করে, যা তাপ শোষণকে হ্রাস করে রাস্তার তাপমাত্রা কমাতে সাহায্য করে।’ 

রোড-কুলিং প্রযুক্তি বিশ্বজুড়ে লাখ লাখ হজযাত্রীর জন্য অবকাঠামো ও সেবা উন্নত করার জন্য সৌদি আরবের চলমান প্রচেষ্টার অংশ। 

আল-ওতাইবি বলেন, ডেটা পর্যালোচনা করে দেখা যায়, এই প্রযুক্তি তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস কমাতে সাহায্য করে। 

মক্কার গুরুত্বপূর্ণ এলাকায় প্রযুক্তি প্রয়োগ করে সৌদি সরকার হজযাত্রীদের জন্য আরও অতিথিপরায়ণ পরিবেশ ও তাদের যাত্রা যতটা সম্ভব মসৃণ করা যায় এই প্রচেষ্টা চালাচ্ছে। 

এখন মিনা, আরাফাত ও মুজদালিফা এলাকায় প্রকল্পটির কাজ করা হচ্ছে। আরাফাতের নামিরা মসজিদের কাছে ২৫ হাজার বর্গমিটারে প্রযুক্তিটি ব্যবহার করা হচ্ছে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার