হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে গরমে হজযাত্রীদের স্বস্তি দিতে রোড-কুলিং প্রযুক্তি

সৌদি আরবে তাপমাত্রা ৪৬ ডিগ্রিতে পৌঁছেছে, যার কারণে হজযাত্রীরা এবার ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। তবে হজযাত্রীদের নিরাপদ ও আরামদায়ক চলাফেরার জন্য রাস্তায় কুলিং প্রযুক্তি ব্যবহার করছে কর্তৃপক্ষ। 

রোডস জেনারেল অথোরিটির মুখপাত্র আব্দুল আজিজ আল-ওতাইবি আরব নিউজকে বলেছেন, রাস্তা যখন সূর্যালোকের সংস্পর্শে আসে, তখন এই প্রযুক্তি তাপ শোষণ করে। ৭০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত শোষণ করবে এই প্রযুক্তি। 

মুখপাত্র আরও বলেন, রাস্তা থেকে তাপ নির্গত করতে শুরু করলে এই প্রযুক্তি তাপ শোষণ করবে। এই প্রযুক্তি ফুটপাতে দেওয়া হবে। 

রোড-কুলিং প্রযুক্তি সম্পর্কে মুখপাত্র বলেন, ‘আমরা যে উপাদান তৈরি করেছি, তা রৌদ্রোকরোজ্জ্বল আবহাওয়ায় সবচেয়ে কার্যকর। কারণ এটি সূর্যের রশ্মিকে প্রতিফলিত করে, যা তাপ শোষণকে হ্রাস করে রাস্তার তাপমাত্রা কমাতে সাহায্য করে।’ 

রোড-কুলিং প্রযুক্তি বিশ্বজুড়ে লাখ লাখ হজযাত্রীর জন্য অবকাঠামো ও সেবা উন্নত করার জন্য সৌদি আরবের চলমান প্রচেষ্টার অংশ। 

আল-ওতাইবি বলেন, ডেটা পর্যালোচনা করে দেখা যায়, এই প্রযুক্তি তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস কমাতে সাহায্য করে। 

মক্কার গুরুত্বপূর্ণ এলাকায় প্রযুক্তি প্রয়োগ করে সৌদি সরকার হজযাত্রীদের জন্য আরও অতিথিপরায়ণ পরিবেশ ও তাদের যাত্রা যতটা সম্ভব মসৃণ করা যায় এই প্রচেষ্টা চালাচ্ছে। 

এখন মিনা, আরাফাত ও মুজদালিফা এলাকায় প্রকল্পটির কাজ করা হচ্ছে। আরাফাতের নামিরা মসজিদের কাছে ২৫ হাজার বর্গমিটারে প্রযুক্তিটি ব্যবহার করা হচ্ছে।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪