হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দুই ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস

ইসরায়েলি জিম্মিদের নতুন এক ভিডিও প্রকাশ করেছে হামাস। গতকাল শনিবার প্রকাশিত ভিডিওতে ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া দুই জিম্মিকে দেখা যায়। ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের ছুটির সময় এই ভিডিও প্রকাশ করা হয়। এই সময় ইহুদিরা মিসরের দাসত্ব থেকে ইসরায়েলিদের মুক্তি উদ্‌যাপন করে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ভিডিওটি অন্যান্য প্রকাশিত জিম্মি ভিডিও এর মতোই ধারণ করেছে ইসলামপন্থী গোষ্ঠীরা। এই গোষ্ঠীকে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ বলে নিন্দা করেছে ইসরায়েল। 

ভিডিওর দুই জিম্মিকে কিথ সিজেল (৬৪) ও ওমরি মিরান (৪৭) হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁরা দুইজনই আলাদাভাবে ফাঁকা দেয়ালের সামনে দাঁড়িয়ে কথা বলেন। ভিডিওতে তাঁরা পরিবারের প্রতি ভালোবাসা জানিয়ে তাঁদের মুক্ত করার কথা বলেন।  

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় নাহাল ওজে নিজ বাড়ি থেকে স্ত্রী ও দুই মেয়ের সামনেই মিরানকে জিম্মি করে আনে হামাস। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েল। 

সীমান্তবর্তী আরেক শহর থেকে সিজেল ও তাঁর স্ত্রীকে বন্দী করা হয়। সিজেল যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। নভেম্বরে সংক্ষিপ্ত যুদ্ধ বিরতির সময় তাঁর স্ত্রীকে মুক্ত করে দেওয়া হয়। 

ভিডিওর একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে সিজেল। গত বছর এই সময়টা পরিবারের সঙ্গে উদ্‌যাপনের কথা মনে করেন তিনি। এ সময় তিনি আবারও পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার আশা প্রকাশ করেন।

হামাসের নজিরবিহীন ওই হামলার সময় প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করা হয়। হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির ইতিহাসে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা। 

হামাসকে নির্মূল করতে এবং জিম্মিদের মুক্ত করতে গাজায় বর্বরোচিত হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত গাজায় ৩৪ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ