হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে প্রায় ২ হাজার 

লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৪ জনে। এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত প্রায় সাড়ে ৯ হাজার। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবরের পর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সম্প্রচারমাধ্যম আল-মায়েদিন এ তথ্য জানিয়েছে। লেবাননের অন্তর্বর্তী স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ জানিয়েছেন, লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৪ জনে এবং এই সময়ে আহত হয়েছেন ৯ হাজার ৩৮৪ জন। নিহতদের মধ্যে ১২৭ জন শিশু ও ২৬১ জন নারী। 

ফিরাস আবিয়াদ জানিয়েছেন, ইসরায়েলি দখলদার বাহিনী হাসপাতালগুলোকেও লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৪০ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। তিনি জানান, গত বুধবার বৈরুতের প্রাণকেন্দ্রে আল-বাশুরা এলাকায় এক ইসরায়েলি বিমান হামলায় ৭ প্যারামেডিক নিহত এবং ইসলামিক হেলথ অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন কর্মী আহত হয়। 

এদিকে, লেবাননে স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলার নিন্দা করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। তিনি বলেন, ‘ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে কেবল বেসামরিক লোকেরাই হামলার শিকার হয় না, তারা জরুরি সেবা থেকেও থেকে বঞ্চিত হচ্ছে এতে।’ 

এর আগে, গতকাল বৃহস্পতিবার সকালে বৈরুতের আল-বাশুরা এলাকায় আবারও হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের দাবি, তারা লেবাননের রাজধানীতে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, রাজধানীর এই অংশেই লেবানিজ পার্লামেন্ট ভবন অবস্থিত। এই হামলায় ৬ জন নিহত হয়। 

অপরদিকে, লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) স্থল অভিযান শুরুর পর গত বুধবার ছিল তাদের জন্য সবচেয়ে ভয়াবহ দিন। এদিন লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে তীব্র লড়াইয়ে ৮ সেনা হারানো ইসরায়েল নিহত হয় এবং আহত হয় আরও কয়েকজন। এমনকি ইসরায়েলি তিনটি মেরকাভা ট্যাংক ধ্বংসেরও দাবি করেছে হিজবুল্লাহ।

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা