হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসের রাফাহ ব্রিগেড পরাজিত, ২৩০০ যোদ্ধা নিহত: ইসরায়েল 

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ দাবি করেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী রাফাহ ব্রিগেড পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই ব্রিগেডের অন্তত ২ হাজার ৩০৮ জন সেনা তাদের হাতে নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইতজিক কোহেন এই দাবি করেছেন।

গতকাল বৃহস্পতিবার ইসরায়েল সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে, তারা গাজায় হামাসের রাফাহ ব্রিগেডকে ধ্বংস করে দিয়েছে। একই সঙ্গে তারা রাফাহ ব্রিগেডে ২ হাজার ৩০৮ জন যোদ্ধাকেও হত্যা করেছে। পাশাপাশি ১৩ কিলোমিটারেরও বেশি দীর্ঘ টানেল ধ্বংস করা হয়েছে।

দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজা-মিসর সীমান্তের ফিলাডেলফি করিডরসহ পুরো রাফাহ এখন তাদের নিয়ন্ত্রণে। যেসব টানেল এখনো ধ্বংস হয়নি সেগুলো তাদের প্রকৌশলীরা তদন্ত করে দেখছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব টানেল ধ্বংস করা হবে।

আইডিএফের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইতজিক কোহেন বলেছেন, ‘রাফাহ ব্রিগেড পরাজিত হয়েছে। তাদের চারটি ব্যাটালিয়ন ধ্বংস হয়ে গেছে এবং আমরা পুরো শহর এলাকায় অপারেশনাল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি।’ ইতজিক কোহেনই রাফাহে ইসরায়েলি বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর ১৬২ ডিভিশনের এই কমান্ডার জানান, তাঁর ব্রিগেডে যুদ্ধ প্রকৌশলীরা রাফাহে ২০৩টি আলাদা কিন্তু পরস্পর সংযুক্ত টানেল খুঁজে পেয়েছে। তিনি জানান, এই টানেলগুলো রাফাহ শহর থেকে মিসর সীমান্তের ফিলাডেলফি করিডর পর্যন্ত বিস্তৃত। উল্লেখ্য, রাফাহের ফিলাডেলফি করিডর থেকে মিসর সীমান্ত ৩০০ মিটার দূরে।

ইতজিক কোহেন বলেন, ‘টানেলগুলোর বেশির ভাগই আমরা ধ্বংস করেছি। আমরা তাদের তদন্ত করার জন্য অন্যান্য টানেলে কাজ করছি। আমাদের তদন্ত শেষ হয়ে গেলে এসব টানেল ধ্বংস করা হবে।’ তিনি জানান, এই ২০৩ টানেলের মধ্যে ৯টি মিসরে প্রবেশ করেছে বলে তাঁরা নিশ্চিত প্রমাণ পেয়েছেন। তবে এই টানেলগুলো আগে থেকেই বন্ধ ছিল।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার