হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষে তেলের বাজার নিয়ে বিশেষজ্ঞদের অশনিসংকেত

গত গ্রীষ্মেই বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারে পৌঁছেছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই এই দাম কমে আসছিল। এখন ইসরায়েল-ফিলিস্তিনের রক্তক্ষয়ী সংঘর্ষের জের ধরে দামের বিষয়টি আবার উল্টোদিকে মোড় নিয়েছে। 

সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অন্তত পাঁচ শতাংশ বেড়ে গেছে। 

বিশেষজ্ঞরা বলছেন, বিবাদমান গাজা অঞ্চলে কোনো তেল উৎপাদিত হয় না এবং ইসরায়েলেও খুব অল্প পরিমাণে তেল উৎপাদিত হয়। তবে যুদ্ধ ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যে এর বড় প্রভাব পড়বে। বিশেষ করে ইরান এই যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আর এমনটি হলে নিশ্চিতভাবে বিশ্ব বাজারে তেলের দামে বড় প্রভাব পড়বে। কারণ তেল উৎপাদনে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হলো ইরান। 

কোনো কোনো বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে তেলের বাজারে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছিল—ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে তার চেয়েও বড় প্রভাব পড়বে। 

সিটি ইনভেস্টমেন্ট রিসার্চ এক বিবৃতিতে বলেছে, ‘যে কোনো যুদ্ধের সম্প্রসারণ তেলের বাজারে সম্ভাব্য প্রভাব ফেলবে।’ 

সোমবার লেনদেনের শুরুতে এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি সর্বোচ্চ ৮৮ দশমিক ৭৬ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। অর্থাৎ দাম বেড়েছে প্রায় ৪ দশমিক ৯৪ শতাংশ। 

অথচ তিন দিন আগে এই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫৮ ডলার ছিল বলে জানিয়েছে রয়টার্স। 

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর বিশ্ববাজারে এই তেলের দাম উঠেছিল ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৬৯ ডলার, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের