হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুতিরা 

ইয়েমেন থেকে কয়েক শ মাইল দূরের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলি সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া এই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হেনেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি জনশূন্য এলাকায় আঘাত হানে। এই হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এতে কেউ আহতও হয়নি। তবে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগে রাজধানী তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলে বিপৎসংকেত বাজতে শোনা যায়। লোকজন তড়িঘড়ি আশ্রয় নেয় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। 

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ‘মধ্য ইসরায়েলে কিছুক্ষণ আগে যে সাইরেন বাজছিল, তার কিছুক্ষণ পরে একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পূর্ব দিক থেকে মধ্য ইসরায়েলে প্রবেশ করে এবং একটি খোলা জায়গায় আঘাত হানে। এতে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’ 

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, এই অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের আওয়াজও শোনা গিয়েছিল। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ক্ষেপণাস্ত্রটি রুখতে ইন্টারসেপ্টর উৎক্ষেপণ করেছিল। তবে সেই ইন্টারসেপ্টর হুতি ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিতে পেরেছে কি না, স্পষ্ট নয়। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, তিনি একটি খোলা মাঠে ধোঁয়া উড়তে দেখেছেন। 

এর আগে গত জুলাই মাসে ইয়েমেনের হুতিরা তেল আবিবে একটি দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা চালায়। এতে একজন নিহত হয় এবং চারজন আহত হয়। জবাবে ইসরায়েলও ইয়েমেনের হোদেইদাহ বন্দরের কাছে হুতিদের লক্ষ্য করে হামলা চালায়। এতে তিনজন নিহত ও ৮৭ জন আহত হয়।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪