হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুতিরা 

ইয়েমেন থেকে কয়েক শ মাইল দূরের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলি সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া এই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হেনেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি জনশূন্য এলাকায় আঘাত হানে। এই হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এতে কেউ আহতও হয়নি। তবে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগে রাজধানী তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলে বিপৎসংকেত বাজতে শোনা যায়। লোকজন তড়িঘড়ি আশ্রয় নেয় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। 

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ‘মধ্য ইসরায়েলে কিছুক্ষণ আগে যে সাইরেন বাজছিল, তার কিছুক্ষণ পরে একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পূর্ব দিক থেকে মধ্য ইসরায়েলে প্রবেশ করে এবং একটি খোলা জায়গায় আঘাত হানে। এতে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’ 

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, এই অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের আওয়াজও শোনা গিয়েছিল। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ক্ষেপণাস্ত্রটি রুখতে ইন্টারসেপ্টর উৎক্ষেপণ করেছিল। তবে সেই ইন্টারসেপ্টর হুতি ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিতে পেরেছে কি না, স্পষ্ট নয়। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, তিনি একটি খোলা মাঠে ধোঁয়া উড়তে দেখেছেন। 

এর আগে গত জুলাই মাসে ইয়েমেনের হুতিরা তেল আবিবে একটি দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা চালায়। এতে একজন নিহত হয় এবং চারজন আহত হয়। জবাবে ইসরায়েলও ইয়েমেনের হোদেইদাহ বন্দরের কাছে হুতিদের লক্ষ্য করে হামলা চালায়। এতে তিনজন নিহত ও ৮৭ জন আহত হয়।

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান