হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অবরুদ্ধ গাজার একমাত্র প্রবেশপথ বন্ধ করে দেবে ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে বের হওয়ার একমাত্র পথ গাজা ক্রসিং বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তিনটি রকেট ছোড়ার অভিযোগে এনে গাজা ক্রসিং বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র রমজান মাসজুড়ে আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ফিলিস্তিনি মুসলমান ও ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার জের ধরে অবরুদ্ধ গাজা থেকে শুক্রবার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়েছে বলে অভিযোগ আনে ইসরায়েল। এই অভিযোগের জেরেই গাজা উপত্যকা থেকে মূল ভূখণ্ডে আগত ফিলিস্তিনি শ্রমিকদের জন্য একমাত্র ক্রসিংটি বন্ধ করে দেবে ইসরায়েল। 

শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা উপত্যকা শাসনকারী সশস্ত্র গোষ্ঠী হামাস শুক্রবার গভীর রাতে ইসরায়েলে তিনটি রকেট নিক্ষেপ করেছে। এসব রকেটের একটি ইসরায়েলের অভ্যন্তরে একটি খোলা মাঠে, অন্যটি ফিলিস্তিনি ভূখণ্ডের ভেতরেই পড়েছিল। তবে ইসরায়েলি সেনাবাহিনী তৃতীয়টি রকেটটির বিস্তারিত জানাতে পারেনি। 

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফিলিস্তিনের বেসামরিক বিষয়ক এক ইউনিটের বিবৃতিতে বলা হয়েছে, ‘গত শুক্রবার রাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ছোড়ার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে—এরেজ ক্রসিং দিয়ে গাজার ব্যবসায়ী ও শ্রমিকদের ইসরায়েলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই নিষেধাজ্ঞা আগামী রোববার থেকে কার্যকর হবে। 

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে চলতি সপ্তাহের শুরুতে, গাজা থেকে ইসরায়েলের দিকে চারটি রকেট ছোড়া হয়েছিল কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আকাশেই ধ্বংস করে দিয়েছে। এ ছাড়া, ইসরায়েল গত সপ্তাহে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অন্তত দুইবার বিমান হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের যুদ্ধবিমান কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। 

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের