হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রমজানের শুভেচ্ছা বার্তায় গাজাবাসীর দুর্দশা স্মরণ করলেন বাইডেন

বিশ্বনেতারা মাহে রমজান উপলক্ষে গোটা মুসলিম জাহানকে শুভেচ্ছা জানিয়েছেন। বসে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি রমজানের শুভেচ্ছা বাণীতে গাজায় যুদ্ধপীড়িত ফিলিস্তিনিদের কথা স্মরণ করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

শুভেচ্ছা বার্তায় বাইডেন বলেছেন, ‘এই রমজান মাসে অসংখ্য মানুষের বারবার মনে পড়বে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ কথা। আমার হৃদয়ের গভীরেও একই বেদনার সুর।’

প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, ‘এই মাস পবিত্রতা এবং পরিশুদ্ধির। এই বছর রমজান এক বড় সংকটের মধ্যে এসেছে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ভয়ানক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। যুদ্ধের কারণে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে; অনেকেই খাদ্য, পানি, ওষুধ ও আশ্রয়ের সংকটে রয়েছে।’

তিনি আরও বলেন, গাজায় আরও ত্রাণসহায়তা পাঠাতে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহলে নেতৃত্ব দিয়ে যাবে এবং জিম্মিদের মুক্তির বিনিময়ে অবিলম্বে কমপক্ষে ছয় সপ্তাহের টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য অবিরাম কাজ চালিয়ে যাবে।

ওয়াশিংটন এ ছাড়া স্থিতিশীলতা, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাবে। যার মধ্যে রয়েছে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের স্বাধীনতা, মর্যাদা, নিরাপত্তা ও সমৃদ্ধি সমানভাবে নিশ্চিত করতে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানে পৌঁছানো।

বাইডেন জোর দিয়ে বলেন, ‘এটাই দীর্ঘমেয়াদি শান্তির একমাত্র পথ।’

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত