হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রমজানের শুভেচ্ছা বার্তায় গাজাবাসীর দুর্দশা স্মরণ করলেন বাইডেন

বিশ্বনেতারা মাহে রমজান উপলক্ষে গোটা মুসলিম জাহানকে শুভেচ্ছা জানিয়েছেন। বসে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি রমজানের শুভেচ্ছা বাণীতে গাজায় যুদ্ধপীড়িত ফিলিস্তিনিদের কথা স্মরণ করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

শুভেচ্ছা বার্তায় বাইডেন বলেছেন, ‘এই রমজান মাসে অসংখ্য মানুষের বারবার মনে পড়বে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ কথা। আমার হৃদয়ের গভীরেও একই বেদনার সুর।’

প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, ‘এই মাস পবিত্রতা এবং পরিশুদ্ধির। এই বছর রমজান এক বড় সংকটের মধ্যে এসেছে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ভয়ানক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। যুদ্ধের কারণে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে; অনেকেই খাদ্য, পানি, ওষুধ ও আশ্রয়ের সংকটে রয়েছে।’

তিনি আরও বলেন, গাজায় আরও ত্রাণসহায়তা পাঠাতে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহলে নেতৃত্ব দিয়ে যাবে এবং জিম্মিদের মুক্তির বিনিময়ে অবিলম্বে কমপক্ষে ছয় সপ্তাহের টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য অবিরাম কাজ চালিয়ে যাবে।

ওয়াশিংটন এ ছাড়া স্থিতিশীলতা, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাবে। যার মধ্যে রয়েছে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের স্বাধীনতা, মর্যাদা, নিরাপত্তা ও সমৃদ্ধি সমানভাবে নিশ্চিত করতে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানে পৌঁছানো।

বাইডেন জোর দিয়ে বলেন, ‘এটাই দীর্ঘমেয়াদি শান্তির একমাত্র পথ।’

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’

ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

সিরিয়ার আলেপ্পো ছাড়ল এসডিএফ, ১৪ বছরের কুর্দি শাসনের অবসান