হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের বিজয় শুনে রেজা পাহলভির হাসপাতালে ভর্তির খবর ভুয়া, দাবি তাঁর কার্যালয়ের

আজকের পত্রিকা ডেস্ক­

রেজা পাহলভি। ছবি: এএফপি

ইরানের সাবেক রাজপরিবারের সদস্য প্রিন্স রেজা পাহলভির দপ্তর থেকে জানানো হয়েছে, ইরানি ইসলামি প্রজাতন্ত্র বর্তমানে রাজনৈতিকভাবে চাপে থাকায় তারা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রিন্স রেজাকে লক্ষ্য করে অপপ্রচার চালাচ্ছে।

এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে প্রিন্স রেজা পাহলভির কমিউনিকেশনস টিম দাবি করেছে, ‘ইসলামিক রিপাবলিক বর্তমানে এমনভাবে অপমানিত হয়েছে যে, তা থেকে আর ঘুরে দাঁড়াতে পারবে না। পতনের ভয়ে তাদের নেতা আলি খামেনি এখন বাঙ্কারে ইঁদুরের মতো লুকিয়ে রয়েছেন। এই সময়ে শাসকগোষ্ঠী প্রিন্স রেজা পাহলভিকে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে।’

পোস্টে আরও বলা হয়, ‘তাদের সর্বশেষ এবং হাস্যকর দাবি হলো— প্রিন্স নাকি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের প্রচার প্রমাণ করে, ইরানি সরকার সাধারণ মানুষের আশা-ভরসা কেড়ে নিতে কতটা নিচে নামতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ। তবে তাঁরা সফল হবে না।’

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পটভূমিতে প্রিন্স রেজা পাহলভিকে কেন্দ্র করে এমন প্রচার ইসলামি প্রজাতন্ত্রের ভেতরে রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক সমালোচনার বহিঃপ্রকাশ।

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান