হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের হামলায় গাজার সবচেয়ে মেধাবী ছাত্রীর মৃত্যু

ইসরায়েলের বর্বর ও নির্বিচার বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে মেধাবী ছাত্রী সায়মা আকরাম সায়দাম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজের গর্ভবতী মায়ের সঙ্গে সায়মার মৃত্যু হয়েছে। এ বছর গাজার স্কুলের পরীক্ষায় সর্বোচ্চ ৯৯ দশমিক ৬ গড় নম্বর পেয়েছিলেন সায়মা। সর্বোচ্চ নম্বর পাওয়ার পর স্থানীয় টিভিতে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। ওই সাক্ষাৎকারে সায়মা বলেছিলেন, এখন তাঁর ইচ্ছা হলো, গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় ইংলিশ-আরবি অনুবাদ বিষয় নিয়ে পড়াশোনা করা।

তিনি আরও বলেছিলেন, সর্বোচ্চ নম্বর পাওয়ার বিষয়টি তাঁর জন্য সহজ ছিল না। কিন্তু যখন দেখতে পেয়েছিলেন, তিনি সেরা হয়েছেন তখন নিজেই বিস্মিত হয়েছিলেন; সঙ্গে খুশিও হয়েছিলেন।

তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার আগেই বিমান হামলায় নির্মম মৃত্যু হয়েছে তাঁর।

ইসরায়েলের বিমান হামলায় গাজার শিশু ও শিক্ষার্থীদের ওপর কী ভয়াবহ প্রভাব পড়ছে, সেটি উঠে এসেছে মেধাবী শিক্ষার্থী সায়মার মৃত্যুর মধ্য দিয়ে।

৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে; যার অর্ধেকই শিশু।

যদিও ইসরায়েল দাবি করছে, গাজায় তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে নিহতদের প্রায় সবাই বেসামরিক নাগরিক।

ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় সাধারণ মানুষের মৃত্যুর পাশাপাশি ধ্বংস হচ্ছে বাড়িঘরও। এতে প্রতিদিনই কেউ না কেউ বাস্তুচ্যুত হচ্ছেন।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার