হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ৫ গুণ হামলা করেছে ইসরায়েল, ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা কি কমছে তেহরানের

আজকের পত্রিকা ডেস্ক­

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইসরায়েলি সেনারা। গতকাল ইসরায়েলের রাজধানী তেল আবিবের রামাতগানে। ছবি: এএফপি

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে হামলার তুলনামূলক একটি চিত্র তুলে ধরেছে মার্কিন প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট এবং ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (সিটিপি-আইএসডব্লিউ)। তাদের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ইরান ইসরায়েলে যে পরিমাণ হামলা করেছে, ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে তার পাঁচ গুন বিমান হামলা চালিয়েছে।

সিটিপি-আইএসডব্লিউ জানিয়েছে, গত ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে ইসরায়েলি বাহিনীর ১৯৭টি নিশ্চিত বা রিপোর্টকৃত বিমান হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এর বিপরীতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে মাত্র ৩৯টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বা প্রতিহত করার ঘটনা রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা ‘উল্লেখযোগ্যভাবে হ্রাস’ পেয়েছে। এর কারণ হিসেবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং সংরক্ষণাগার ধ্বংস হওয়াকে দায়ী করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে প্রায় ৯টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলাটি ছিল গতকাল মঙ্গলবার ভোরের দিকে, যখন ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র একযোগে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছিল। যদিও এর অধিকাংশই ধ্বংস করা হয়েছে, তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং তাদের ধ্বংসাবশেষ হার্জলিয়া নামক একটি এলাকায় আঘাত হেনেছে। এই এলাকায় সামরিক ঘাঁটি বা সামরিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে বলে মনে করছে ইরান।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থান ধ্বংস করেছে। তাদের বিশ্বাস, ইরানিরা এখন তাদের ইচ্ছামতো বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে না।

ইসরায়েলের তথ্য অনুযায়ী, শনিবারের পর থেকে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমেছে। শনিবার রাত থেকে রোববার পর্যন্ত দুই শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান; কিন্তু রোববার রাত থেকে সোমবার পর্যন্ত প্রায় ৬৫টি এবং সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত প্রায় ৩০টি। এই পরিসংখ্যান ইঙ্গিত করে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা ক্রমে কমছে।

তবে, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হচ্ছে এবং ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে। সর্বশেষ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে শুক্রবার থেকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মোট ২৪ জন ইসরায়েলি নিহত হওয়ার খবর জানানো হয়েছে।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া