হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাস সদস্যদের ‘মৃত্যু পরোয়ানা’ জারি করলেন মোসাদপ্রধান 

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া যেসব হামাস সদস্য গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামলার সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের মৃত্যু পরোয়ানা জারি করেছেন। তিনি বলেছেন, ‘সেই সব আরব মায়েদের জেনে রাখা উচিত, যদি তাদের সন্তান ৭ অক্টোবরের হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে থাকে, তবে তাদের হাতও তাদের নিজ নিজ সন্তানের রক্তে রঞ্জিত হবে।’ 

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদের সাবেক ও প্রয়াত প্রধান ইজ্ভি জামারের শোকসভায় কথা বলতে গিয়ে ডেভিড বার্নিয়া এ কথা বলেন। ইজ্ভি জামার গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন। 

মোসাদের প্রধান এমন এক সময়ে এই হুমকি দিলেন, যার মাত্র কয়েক ঘণ্টা আগেই লেবাননের রাজধানী বৈরুতে এক ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরি নিহত হন। যদিও ডেভিড বার্নিয়া আরৌরির নাম উল্লেখ করেননি, তবে এটি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, তিনি তাঁকে ইঙ্গিত করেই এই হুমকি দিয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী নিজ থেকে এই হামলার দায় স্বীকার করেনি আনুষ্ঠানিকভাবে। তবে মোসাদপ্রধানের এই মন্তব্য থেকে অনেকটাই নিশ্চিত যে, এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের হাত রয়েছে। হামাস ও লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও এই হামলার পেছনে ইসরায়েলকেই দায়ী করেছে।

ডেভিড বার্নিয়া আরও বলেছেন, ‘আজ আমরা একটা যুদ্ধের উত্তাপের মধ্যে আছি। ৫০ বছর আগেও আমরা যেমনটা ছিলাম।’ তিনি আরও বলেন, ‘মোসাদ গত ৭ অক্টোবরের ঘটনায় যারা অংশগ্রহণ করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা বার্তা বহন করেছে সেই সব খুনিকে স্রেফ সংখ্যায় পরিণত করবে।’ 

মোসাদপ্রধান বলেন, ‘এটি করতে হয়তো অনেক সময় লাগবে। যেমনটা সময় লেগেছিল মিউনিখ অলিম্পিকের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে। তবে আমাদের দীর্ঘ হাত অবশ্যই তাদের ধরে ফেলবে, তারা যেখানেই থাকুক না কেন।’

ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: খামেনি

ইয়েমেনের বিদ্রোহীদের সংলাপে ডাকছে সৌদি আরব

ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা বিদ্রোহীদের

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি