হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত 

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিন শহরের একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর তথাকথিত অভিযানে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১২ জন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীও আছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের দাবি, জেনিন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর দুর্ভেদ্য ঘাঁটি হয়ে উঠেছিল। আর সেখান থেকে তাদের সরানোর লক্ষ্যেই আজ মঙ্গলবার সকালে এই ‘কাউন্টার টেররিজম’ অভিযান শুরু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। 

ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী জেনিনের শরণার্থীশিবিরে অভিযান শুরুর অল্প পরেই ইসরায়েলি বাহিনীর সদস্য ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় জেনিনে অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১২ জন। 

নিহতদের মধ্যে একজন চিকিৎসক, একজন শিক্ষক ও একজন শিক্ষার্থী বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া আহতদের মধ্যেও বেশ কয়েকজন শিক্ষার্থী আছে। তারা আরও জানিয়েছে, ইসরায়েলি অভিযানের কারণে শরণার্থীশিবিরটির একটি বিদ্যালয় থেকে সব শিক্ষক-শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়। 

এদিকে, আজ মারা যাওয়া সাতজনসহ গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। নিহতদের এক-তৃতীয়াংশই শিশু। এ ছাড়া, ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছে প্রায় ৫ হাজার ফিলিস্তিনি।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া