হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় স্থল অভিযান শুরুর পর নিহত হয়েছে ১৩৩ ইসরায়েলি সেনা

ফিলিস্তিনি ভূখণ্ড অবরুদ্ধ গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে হামাস যোদ্ধাদের হাতে। সর্বশেষ ইসরায়েলি সশস্ত্রবাহিনীর এক ক্যাপটেন নিহত হয়েছেন হামাসের আক্রমণে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজায় হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ের সময় আরও এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম লিওর সিভান (৩২)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর হারেল ব্রিগেডের ৩৬৩ ব্যাটালিয়নের ক্যাপটেন। এ ছাড়া গিভাতি ব্রিগেডের রোতেম ব্যাটালিয়নের এক পদাতিক সৈন্য গুরুতর আহত হয়েছে। 

আইডিএফ জানিয়েছে, ক্যাপটেন লিওর সিভানসহ গাজায় স্থল অভিযান শুরুর পর মোট ১৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। 

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ও অধিকৃত পশ্চিম তীরে গত ৭৩ দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে প্রায় ২০ হাজার মানুষ। এই সময়ে দুই অঞ্চল মিলে আহত হয়েছে অন্তত ৫৬ হাজার ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনসংযোগ বিভাগ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনসংযোগ বিভাগের দেওয়া তথ্যানুসারে, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত গাজায় অন্তত ১৯ হাজার ৬৬৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭ হাজার ৭২৯ জনই শিশু এবং নারী রয়েছেন ৫ হাজার ১৫৩ জন। 

এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৫২ হাজার ৫৮৬ জন। আহতদের মধ্যে ৮ হাজার ৬৬৩ জনই শিশু এবং এর মধ্যে নারী রয়েছেন ৬ হাজার ৩২৭ জন। এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলা ও অভিযানে নিখোঁজ অন্তত ৮ হাজার। 

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ৩০১ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭২ জন শিশু। এই সময় আহত হয়েছে আরও অন্তত ৩ হাজার ৩৬৫ জন।

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ