হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এবার ইসরায়েলে শনাক্ত হলো ‘ফ্লোরোনা’

করোনার নতুন নতুন ধরন নিয়ে এমনিতেই শঙ্কিত পুরো দুনিয়া। আর এবার করোনার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা মিলে গিয়ে নতুন রোগের জন্ম হলো।  চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে বলা হচ্ছে ফ্লোরোনা। এই রোগেই প্রথম আক্রান্ত হলেন ইসরায়েলের এক অন্তঃসত্ত্বা নারী। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহেই একটি স্বাস্থ্যকেন্দ্রে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন ওই অন্তঃসত্ত্বা নারী । করোনার একটি টিকাও নেননি তিনি।  তবে জানা গেছে, এই রোগে আক্রান্ত হওয়ার পর আপাতত তাঁর শারীরিক অবস্থা ভালোই আছে। গতকাল শুক্রবারই তাঁকে ছেড়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই নতুন ধরনের এই রোগ নিয়ে চিন্তায় পড়েছে ইসরায়েলবাসী।  

 আরব নিউজের প্রতিবেদনে বলা হয়,  ইসরায়েলে করোনার পাশাপাশি বেড়েছে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণও। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুধু গত সপ্তাহেই সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত ১ হাজার ৮৪৯ জন।

চিকিৎসকেরা জানাচ্ছেন, ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি শরীরে করোনা থাবা বসালে তা অনেক ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করতে পারে। এর ফলে নিউমোনিয়া, মায়োকার্ডাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। এমনকি মৃত্যুও হতে পারে।  বিশেষজ্ঞদের দাবি, এই রোগের হানায় শরীরের রোগ প্রতিরোধক্ষমতাও কমে যায়।

চিকিৎসকদের পরামর্শ, ফ্লোরোনা থেকে মুক্ত থাকতে যত দ্রুত সম্ভব করোনার টিকা নিতে হবে। তাছাড়া কোভিড সংক্রমণ রুখতে আগে থেকেই সতর্ক থাকা প্রয়োজন। কারণ খুব তাড়াতাড়ি নিজের বংশবিস্তার করছে ফ্লোরোনা।

 

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের