হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এবার ইসরায়েলে শনাক্ত হলো ‘ফ্লোরোনা’

করোনার নতুন নতুন ধরন নিয়ে এমনিতেই শঙ্কিত পুরো দুনিয়া। আর এবার করোনার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা মিলে গিয়ে নতুন রোগের জন্ম হলো।  চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে বলা হচ্ছে ফ্লোরোনা। এই রোগেই প্রথম আক্রান্ত হলেন ইসরায়েলের এক অন্তঃসত্ত্বা নারী। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহেই একটি স্বাস্থ্যকেন্দ্রে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন ওই অন্তঃসত্ত্বা নারী । করোনার একটি টিকাও নেননি তিনি।  তবে জানা গেছে, এই রোগে আক্রান্ত হওয়ার পর আপাতত তাঁর শারীরিক অবস্থা ভালোই আছে। গতকাল শুক্রবারই তাঁকে ছেড়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই নতুন ধরনের এই রোগ নিয়ে চিন্তায় পড়েছে ইসরায়েলবাসী।  

 আরব নিউজের প্রতিবেদনে বলা হয়,  ইসরায়েলে করোনার পাশাপাশি বেড়েছে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণও। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুধু গত সপ্তাহেই সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত ১ হাজার ৮৪৯ জন।

চিকিৎসকেরা জানাচ্ছেন, ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি শরীরে করোনা থাবা বসালে তা অনেক ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করতে পারে। এর ফলে নিউমোনিয়া, মায়োকার্ডাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। এমনকি মৃত্যুও হতে পারে।  বিশেষজ্ঞদের দাবি, এই রোগের হানায় শরীরের রোগ প্রতিরোধক্ষমতাও কমে যায়।

চিকিৎসকদের পরামর্শ, ফ্লোরোনা থেকে মুক্ত থাকতে যত দ্রুত সম্ভব করোনার টিকা নিতে হবে। তাছাড়া কোভিড সংক্রমণ রুখতে আগে থেকেই সতর্ক থাকা প্রয়োজন। কারণ খুব তাড়াতাড়ি নিজের বংশবিস্তার করছে ফ্লোরোনা।

 

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান