হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতীয় নার্স নিমিশা প্রিয়া। ছবি: বিবিসি

ইয়েমেনে এক ভারতীয় নার্সের হাতে নিহত ইয়েমেনি নাগরিক তালাল আবদো মাহদির পরিবার জানিয়েছে, তারা কোনো অবস্থাতেই হত্যাকারী নিমিশা প্রিয়াকে ক্ষমা করবে না। এতে প্রিয়ার মৃত্যুদণ্ড ঠেকাতে একটি সমঝোতার আশায় থাকা তাঁর পরিবারের আশা ভঙ্গ হলো।

তালাল মাহদির ভাই আবদেলফাত্তাহ মাহদি এক ফেসবুক পোস্টে বলেন, ‘আমরা কোনো রকমের সমঝোতা প্রত্যাখ্যান করছি। ন্যায়বিচারের অর্থই হলো মৃত্যুদণ্ড। রক্ত কেনা যায় না।’

তিনি জানান, মৃত্যুদণ্ড স্থগিত হলেও তাঁরা ‘আল্লাহর সাহায্যে’ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

৩৮ বছর বয়সী নিমিশা প্রিয়া ভারতের কেরালার বাসিন্দা। ২০০৮ সালে তিনি নার্স হিসেবে কাজ করতে ইয়েমেন যান এবং স্থানীয় আইনের অধীনে ইয়েমেনি নাগরিক মাহদির সঙ্গে যৌথভাবে একটি ক্লিনিক চালু করেন। ২০১৭ সালে মাহদির মরদেহ কেটে টুকরো করে পানির ট্যাংকে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিমিশাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ ওঠে, মাহদি নিমিশাকে হয়রানি করছিলেন, অর্থ আত্মসাৎ করেছিলেন এবং তাঁর পাসপোর্ট জব্দ করে দেশে ফেরার পথ বন্ধ করে দেন। পালানোর পথ খুঁজতে গিয়ে নিমিশা তাঁকে চেতনানাশক ইনজেকশন দেন। এই ইনজেকশন পরে প্রাণঘাতী হয়ে ওঠে।

এই অপরাধে ইয়েমেনের স্থানীয় আদালত ২০২০ সালে নিমিশাকে মৃত্যুদণ্ড দেন। পরে নিমিশার পরিবার সর্বোচ্চ আদালতে আপিল করলেও তা ২০২৩ সালে খারিজ হয়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে হুতি বিদ্রোহী সরকারের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত তাঁর মৃত্যুদণ্ড অনুমোদন করেন।

এদিকে ইয়েমেনের ইসলামি আইন অনুযায়ী—খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ‘দিয়াত’ (রক্তমূল্য) পরিশোধ করে ক্ষমা পেতে পারেন। তবে মাহদির পরিবার জানিয়েছে, তারা কোনো রকম অর্থের বিনিময়ে নিমিশাকে ক্ষমা করতে রাজি নয়।

মাহদির ভাই বলেন, ‘আমরা জানি, আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু এসবে আমাদের অবস্থান বদলাবে না। আমরা কিসাস চাই—বদলার বিচার এবং অন্য কিছুই না।’

প্রসঙ্গত, সম্প্রতি ইয়েমেনের প্রেসিডেন্ট রশাদ আল-আলিমি নিমিশার মৃত্যুদণ্ড কার্যকরের এক দিন আগে তা স্থগিত করেন। এর লক্ষ্য হলো—শেষ পর্যন্ত দিয়াত চুক্তির মাধ্যমে নিমিশার দণ্ড মওকুফ করতে নিহত ব্যক্তির পরিবারকে রাজি করানো যায় কি না। তবে সেটি সাময়িক স্বস্তি ছাড়া কিছু নয়। পরিবারের ক্ষমা ছাড়া এই মৃত্যুদণ্ড রোধ সম্ভব নয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নিমিশার পরিবার নিহত মাহদির পরিবারকে ‘রক্তমূল্য’ হিসেবে ১০ লাখ ডলার দেওয়ার প্রস্তাব করেছিল। নিমিশার মা গত এক বছর ধরে তিনি ইয়েমেনে অবস্থান করছেন মেয়েকে বাঁচানোর প্রচেষ্টায়। কিন্তু মাহদির পরিবার তাঁর সব প্রচেষ্টাকেই প্রত্যাখ্যান করেছে। বর্তমানে নিমিশা প্রিয়া ইয়েমেনের রাজধানী সানায় কারাবন্দী। এই অঞ্চল হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে