হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের দূতাবাস বন্ধের পক্ষে ভোট দিল দক্ষিণ আফ্রিকার সংসদ

হামাসের সঙ্গে সংঘাতের সূত্র ধরে গাজায় নির্বিচার বোমাবর্ষণ করে সাধারণ ফিলিস্তিনিদের হত্যার অভিযোগে ইতিপূর্বে বেশ কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এবার একই পথে হাঁটছে সাউথ আফ্রিকাও। দেশটির পার্লামেন্ট ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। 
বাংলাদেশ সময় অনুযায়ী আজ মঙ্গলবার রাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামলার জেরে উত্তেজনার মধ্যে প্রিটোরিয়ায় থাকা ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়ার প্রস্তাব আনা হয়েছিল সাউথ আফ্রিকার পার্লামেন্টে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রস্তাবটি মূলত প্রতীকী আকারে করা হয়েছিল। এবার এটি বাস্তবায়ন করা হবে কি-না তা সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সরকারের ওপর নির্ভর করছে। দূতাবাস বন্ধের আহ্বান জানিয়ে করা প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ২৪৮ টি। আর দূতাবাস বন্ধ না করার পক্ষে ভোট পড়েছে ৯১ টি। 

বামপন্থী বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটারস (ইএফএফ) ওই প্রস্তাবটি করেছিল। পরে এটিকে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসও সমর্থন করে। তবে মধ্যপন্থী ও শ্বেতাঙ্গ সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) প্রস্তাবটির বিরোধিতা করেছে। ডেমোক্রেটিক অ্যালায়েন্স ইসরায়েলি নীতির সমর্থক। 

ইতিপূর্বে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা মন্তব্য করেছিলেন—তাঁর দেশ বিশ্বাস করে, ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং গণহত্যা করছে। সেখানে হাজার হাজার নিরপরাধ সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছে।

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস