হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে হামলার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে এনেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল 

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটিতে পাল্টা আঘাত হানার পরিকল্পনা চূড়ান্ত করে এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে আলাপকালে মধ্যপ্রাচ্যে উদ্ভূত চ্যালেঞ্জের বিষয়ে মোটাদাগে একমত হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে এ তথ্য জানিয়েছে। সূত্রটি বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েল পাল্টা আঘাত হানার উপায় নিয়ে কথা বলে আসছিল। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা নিয়ে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আলোচনা সর্বশেষ ফোন কলে চূড়ান্ত পরিণতি পেয়েছে। 

গত ১ অক্টোবর ইরান ইসরায়েলে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। সেই হামলায় ইসরায়েল কোনো ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করলেও ইরান দাবি করেছে, তাদের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্রই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তেহরান সে সময় এ-ও দাবি করেছিল যে, গুপ্তহত্যার শিকার হামাসের প্রয়াত প্রধান ইসমাইল হানিয়া, ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। 

এরপর, আলোচনা শুরু হয় যে ইসরায়েল হয়তো ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে। কিন্তু বিষয়টিতে যুক্তরাষ্ট্রের সায় নেই। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানকে এই হামলার মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। এর আগে, বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে কি না। জবাবে বাইডেন বলেছিলেন, ‘উত্তর হলো, না।’ পাশাপাশি বাইডেন জানিয়েছেন, ইসরায়েল যদি ইরানের তেল স্থাপনায় হামলা চালাতে চায় সেটাতেও সায় দেবে না যুক্তরাষ্ট্র। 

সূত্রটি জানিয়েছে, ইরানে ইসরায়েলি হামলার বিষয়টি আরও স্পষ্ট করার জন্য এ ধরনের আলোচনা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে এবং ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন। সে সময় তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। 

এর আগে, গত সপ্তাহেই ইয়োভ গ্যালান্তের যুক্তরাষ্ট্র সফর করার কথা ছিল, ইসরায়েলে ইরানি আগ্রাসনের প্রতিক্রিয়া জানানোর বিষয়ে আলোচনা করার জন্য। কিন্তু শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর সফর আটকে দেন। বলেন, এই বিষয়ে তিনিই আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলবেন। 

এদিকে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইসরায়েলের মিত্ররা মনে করেন, ‘ইসরায়েল সঠিক পথেই এগিয়ে যাচ্ছে।’ তবে এই সংবাদমাধ্যমকে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখনো মনে করে ইসরায়েলের পরিকল্পনা এখনো অনেক আগ্রাসী।

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা