হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হিজবুল্লাহর ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত নেতানিয়াহুর শয়নকক্ষ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের শয়নকক্ষ হিজবুল্লাহর ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটাই জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। এর আগে গত শনিবার হিজবুল্লাহর ড্রোন দেশটির রাজধানী তেল আবিবের উত্তরের শহর সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও অন্যান্য সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় নেতানিয়াহুর বাড়ির শয়নকক্ষের জানালা ক্ষতিগ্রস্ত হয়। সংবাদমাধ্যমগুলো সেই ক্ষতিগ্রস্ত জানালার ছবিও প্রকাশ করেছে।

এর আগে গত শনিবার হিজবুল্লাহর একটি ড্রোন সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহইয়া সিনওয়ার নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই হামলা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদন দেশটির প্রতিরক্ষাবাহিনী আইডিএফের বরাত দিয়ে বলা হয়, শনিবার সকালে ভূমধ্যসাগর উপকূলবর্তী শহর সিজারিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। লেবানন থেকে তিনটি ড্রোন পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইডিএফ জানায়, এসব ড্রোনের মধ্যে একটি সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্যবস্তু করেছিল।

ওই হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, হামলার সময় নেতানিয়াহু বা তাঁর স্ত্রী ঘটনাস্থলের কাছে ছিলেন না। এ ছাড়া এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। হামলার পরপরই এক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ‘আজ যারা আমাকে এবং আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা একটি বড় ভুল করেছে। এই হামলা আমাকে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বাধা দিতে পারবে না এবং যারা ইসরায়েলিদের ক্ষতি করবে, তারা কঠিন মূল্য চোকাবে।’

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে