হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান সরকারের পতনে মার্কিন সহায়তা চায় কুর্দি বিদ্রোহী গোষ্ঠী

আজকের পত্রিকা ডেস্ক­

আব্দুল্লাহ মোহতাদি। ছবি: সংগৃহীত

ইরানের সরকার বেকায়দায় ফেলতে, এমনকি প্রয়োজন বোধে সরকারের পতন ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে দেশটির এক কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ নেতা। এই বিষয়ে বিদ্রোহী গোষ্ঠী কোমলা পার্টি ইরান কুর্দিস্তানের শীর্ষ নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদনও জানিয়েছেন।

দেশ থেকে নির্বাসিত কোমলা পার্টির শীর্ষ নেতা তথা মহাসচিব আব্দুল্লাহ মোহতাদি মার্কিন সংবাদমাধ্যম নিউজউইককে জানিয়েছেন, তাঁর দল যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে যেন, তারা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সরকার দুর্বল করতে এবং শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে।

সশস্ত্র সমর্থনের প্রত্যাশা না থাকলেও কোমলা পার্টির মহাসচিব আব্দুল্লাহ মোহতাদি ট্রাম্পের কাছে আবেদন করেছেন যেন, যুক্তরাষ্ট্র তাঁর দলসহ ইরানের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে এমন একটি সম্পর্ক তৈরি করে যা ইরান সরকারের পতনের পথ তৈরি করবে।

মোহতাদি নিউজউইককে বলেছেন, ‘আমরা মনে করি, (ট্রাম্প) প্রশাসনের উচিত ইরানের গণতান্ত্রিক বিরোধী দলগুলোর সঙ্গে—যেমন কুর্দি জনগণ, বিভিন্ন জাতিগত সংখ্যালঘু, বিভিন্ন জাতিগত রাজনৈতিক গোষ্ঠী, যারা সন্ত্রাসী বা অগণতান্ত্রিক নয়—তাদের জন্য একটি উন্মুক্ত দ্বার নীতি রাখা।’

কোমলা পার্টির এই নেতা আরও যোগ করেন, ‘আমরা মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য ইরানি বিরোধীদের বিভিন্ন অংশের সঙ্গে সরাসরি আলোচনা করা উচিত। কারণ, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের সঙ্গে সম্পর্ক থাকে, তবে অভ্যন্তরীণ সংকটের চাপে (তেহরানে) শাসনব্যবস্থা ভেঙে পড়তে পারে।’

যদিও ইরানের কিছু সমালোচক ট্রাম্পের তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার প্রচেষ্টার বিরোধিতা করেন তবে মোহতাদি মনে করেন, এমন একটি চুক্তি ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক কর্মসূচিকে সীমাবদ্ধ করবে এবং তা দেশটির সরকারকে শক্তিশালী না করে বরং আরও ক্ষতিগ্রস্ত করবে।

মোহতাদি বলেন, ‘আমরাও ট্রাম্প প্রশাসনের মতোই একটি পরমাণু অস্ত্রমুক্ত ইরান চাই। আমরা এই অঞ্চলে ইরানের ক্ষতিকর কার্যকলাপ প্রতিরোধে (মার্কিন) প্রশাসনের নীতিকেও সমর্থন করি। আমার মতে, এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে একটি চুক্তি (তেহরানের) শাসনব্যবস্থাকে শক্তিশালী করে না, বরং এটিকে দুর্বল করে।’

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা