হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হুতিদের ওপর হামলার ক্ষমতা দিয়ে এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি মোতায়েন 

ইয়েমেনের কাছে এডেন উপসাগরে বিমানবাহী রণতরিসহ বেশ কিছু যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। মূলত লোহিতসাগরে ইসরায়েল অভিমুখী বেশ কয়েকটি জাহাজে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতির হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। 

গোপনীয়তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ওই সূত্র পলিটিকোকে বলেছে, ‘পেন্টাগন সম্প্রতি বিমানবাহী রণতরি ডুইট ডি. আইজেনহাওয়ার ক্যারিয়ারসহ অন্যান্য একদল যুদ্ধজাহাজকে পারস্য উপসাগর থেকে ইয়েমেনের উপকূলের অদূরে এডেন উপসাগরে পাঠিয়েছে। মূলত হুতিদের আক্রমণের বিপরীতে সম্ভাব্য মার্কিন প্রতিক্রিয়ার অংশ হিসেবে এটি করা হয়েছে।’ 

অপর একটি সূত্রের বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, মার্কিন সশস্ত্র বাহিনী ওই নৌবহরের কমান্ডারদের প্রয়োজনে ‘ইয়েমেনিদের ওপর হামলার ক্ষমতা’ দেওয়া হয়েছে। 

এদিকে আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এই সফরের সময় তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন প্রসপারিটি গার্ডিয়ান নামে একটি চুক্তি স্বাক্ষর করতে পারেন। মূলত এডেন উপসাগর বা লোহিতসাগরে ইয়েমেনি বিদ্রোহীদের হামলার হাত থেকে এই অঞ্চল হয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। 
 
এর আগে, গত শুক্রবার হুতি বিদ্রোহীরা হুমকি দেয়, ইসরায়েলের পথে যাওয়া সব জাহাজেই হামলা করা হবে। ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বলেছে, তারা জাতীয়তানির্বিশেষে ইসরায়েলে ভ্রমণকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করবে। এখন প্রায় প্রতিদিনই ইসরায়েলে ভ্রমণকারী নৌযানকে লক্ষ্য করে আক্রমণ করছে হুতি বিদ্রোহীরা। তবে সেসব আক্রমণের বেশির ভাগই ব্যর্থ হয়েছে।

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের