হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় যুদ্ধবিরতি না হলে চাকরি ছাড়ার হুমকি ইসরায়েলি সেনাদের 

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধে ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হলে সশস্ত্র বাহিনীর চাকরি ছাড়ার হুমকি দিয়েছেন ইসরায়েলি সেনারা। এরই মধ্যে দেড় শতাধিক সেনা এই বিষয়ে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এর আগে, কিছুদিন আগে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ১৩৮ জন সেনা চিঠি লিখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান, গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হলে তাঁরা আর বাহিনীতে থাকবেন না। এই চিঠিতে স্বাক্ষরকারীদের একজন নারী। সর্বশেষ গতকাল মঙ্গলবার আরও ১৫ জন সেনা একই ইস্যুতে চিঠি লিখে ইসরায়েলি সমর কর্তাদের হুমকি দিয়েছেন। 

চিঠিতে স্বাক্ষরকারীদের কয়েকজন জানিয়েছেন, তাঁরা এরই মধ্যে বাহিনীর সঙ্গে তাঁদের সম্পর্ক ছিন্ন করেছেন। তাঁরা আর ইসরায়েলি বাহিনীর হয়ে কার্যক্রম পরিচালনা করবেন না। আবার অনেকে বলেছেন, তাঁরা ধৈর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছেন। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন না হলে তারা আর বাহিনীতে থাকবেন না। 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত, সেনাপ্রধান হেরজি হালেভি এবং সরকারের অন্য শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো লেখা চিঠিতে বলা হয়েছে, ‘আমরা, সক্রিয় ও রিজার্ভ সৈনিক এবং অফিসাররা ঘোষণা করছি যে আমরা এভাবে চলতে পারব না। গাজার যুদ্ধে আমাদের ভাইবোন ও জিম্মিদের মৃত্যু হচ্ছে।’ 

চিঠিতে আরও বলা হয়, ‘অক্টোবর ৭ তারিখের সেই অভিশপ্ত দিনে আমরা এক ভয়াবহ ও নির্বিচারে হত্যাকাণ্ডের মুখোমুখি হই, যেখানে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয় এবং শত শত মানুষকে জিম্মি করা হয়। আমরা সঙ্গে সঙ্গে সেনাবাহিনীতে তালিকাভুক্ত হয়ে যুদ্ধে যোগ দিই—আমাদের দেশকে রক্ষার জন্য এবং গাজায় আটক জিম্মিদের উদ্ধারের জন্য। তবে, আজ এটি স্পষ্ট যে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া কেবল জিম্মিদের মুক্তিকেই বিলম্বিত করছে না, বরং তাদের জীবনকেও বিপন্ন কর। অনেক জিম্মি ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছে, যা সামরিক অভিযানে উদ্ধার হওয়া মানুষের চেয়ে অনেক বেশি।’ 

চিঠিতে তাঁরা কবে চাকরি ছাড়বেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেনি। তবে তাঁরা সতর্ক করে দিয়েছেন, সে দিন আসন্ন। চিঠিতে বলা হয়, ‘আমরা, যারা কাজে নিবেদিত, এই মর্মে ঘোষণা করছি যে যদি সরকার অবিলম্বে যুদ্ধের দিক পরিবর্তন না করে এবং জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনার জন্য একটি চুক্তি এগিয়ে নিতে কাজ না করে, তাহলে আমরা আর কাজ করব না।’

তাঁরা আরও বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই এরই মধ্যে অবসরে চলে গেছেন, বাকিরাও যাবেন। সেই দিনটি আসন্ন, যখন আমরা ভগ্ন হৃদয়ে দায়িত্ব পালনে আর হাজির হব না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, এখনই একটি চুক্তিতে সই করুন—যাতে জিম্মিদের জীবন রক্ষা করা যায়।’

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান

ইরানে অস্থিরতার সুযোগে অনুপ্রবেশের চেষ্টা করছে কুর্দি যোদ্ধারা, তেহরানে উদ্বেগ