হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বাঁচতে চারদিকে উঁচু দেয়াল তুলবে বাহরাইন 

জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমেই বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। আর এতে করে বাহরাইনসহ বিশ্বের অনেক দেশেরই তলিয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এই আশঙ্কা থেকে বাঁচতে এবার দেশের চারদিকের সমুদ্র উপকূলে উঁচু দেয়াল তুলবে বাহরাইন। সম্প্রতি দেশটির তেল ও পরিবেশ বিষয়ক মন্ত্রী এ পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। পাশাপাশি সমুদ্র সৈকত প্রশস্ত করা, সৈকত সংলগ্ন ভূমি উঁচু করার মতো পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। 

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাহরাইনের তেল ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বিন মোবারক বিন দিনা বলেছেন, ‘বাহরাইন খুবই নাজুক অবস্থানে রয়েছে। আমাদের প্রধান যে হুমকি তা মূলত নীরব হুমকি এবং তা হলো—সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি।’ তিনি জানান, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যদি পাঁচ মিটারের মতো (প্রায় সাড়ে ১৬ ফুট) বাড়ে তবে দেশের অধিকাংশই ডুবে যাবে। এমনকি বাহরাইনের যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তাও ডুবে যাবে। 

বাহরাইনের রাজধানী মানামার অ্যারাবিয়ান গালফ ইউনিভার্সিটির অধ্যাপক সাবাহ আলজেনাইদের গবেষণা বলছে, এমনকি অর্ধ মিটার থেকে দুই মিটার উচ্চতা বাড়লেও বাহরাইনের ১৮ শতাংশ এলাকা ডুবে যাবে। 

বাহরাইন কর্তৃপক্ষ এরই মধ্যে হিসেব করেছে যে, ১৯৭৬ সালের পর থেকে প্রতিবছর গড়ে ১ দশমিক ৬ থেকে ৩ দশমিক ৪ মিলিমিটার পর্যন্ত হারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। সেই ধারাবাহিকতা বজায় থাকলে ২০৫০ সালের মধ্যে বাহরাইনের আশপাশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় অর্ধ মিটার। এর ফলে দেশটির উপকূলীয় অঞ্চলকে ডুবিয়ে দেওয়ার পাশাপাশি দেশটির পানির সংকট তৈরি করতে পারে। 

বিষয়টি নিয়ে আলোকপাত করতে গিয়ে বিন দিনা বলেন, ‘এসব কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়টি বাহরাইনের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। তাই আমাদের হয় সমুদ্র সৈকতকে আরও প্রশস্ত করতে হবে (সমুদ্রের ভেতরে গিয়ে এলাকা বাড়াতে হবে) অথবা কিছু কিছু এলাকায় উঁচু পাথরের দেয়াল তুলতে হবে কিংবা সমুদ্র উপকূলবর্তী এলাকার ভূমির উচ্চতা বাড়াতে হবে।’ 

বিন দিনা বলেন, ‘এটি আমাদের বিস্তারিত পরিকল্পনার একটি অংশ মাত্র এবং এটি আগামী ১০ বছরের মধ্যে সরকারি অর্থায়নে বাস্তবায়ন করতে হবে।’

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা