হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি জাহাজে হামলা চালাতে পারে ইয়েমেনের হুতি গোষ্ঠী

লোহিত সাগর ও বাব আল–মান্দেব প্রণালিতে ইসরায়েলি জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। 

গতকাল মঙ্গলবার এক হুতি নেতা ইসরায়েলে হামলা চালানোর হুঁশিয়ারি দেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

এক টেলিভিশন ভাষণে হুতি নেতা আবদুল মালিক বলেন, ‘লোহিত সাগরে, বিশেষ করে বাব আল-মান্দাব এবং ইয়েমেনের আঞ্চলিক জলসীমার কাছে যে কোনো ইসরায়েলি জাহাজকে ক্রমাগত পর্যবেক্ষণ ও অনুসন্ধানের জন্য আমাদের চোখ সর্বক্ষণিক খোলা রয়েছে।’

চলতি মাসে সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ইসরায়েল ও ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর যুদ্ধ বৃহত্তর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি স্পষ্ট হয়ে উঠছে। 

২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধে চালিয়ে আসছে হুতিরা। সংগঠনটি আরব উপদ্বীপে হাজার হাজার যোদ্ধা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোনের বিশাল অস্ত্রাগারসহ এক প্রধান সামরিক বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে। 

গোষ্ঠীটি ইয়েমেনের উত্তরাঞ্চল ও এর লোহিত সাগরের উপকূল নিয়ন্ত্রণ করে। 

গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর ১ হাজার ২০০ জন নিহতের পর থেকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের ক্ষেত্রে ওয়াশিংটন বিশেষ সতর্কতা অবলম্বন করছে। 

তখন থেকে গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুসারে, ইসরায়েল হামলায় গত শুক্রবার পর্যন্ত ১১ হাজার ৭৮ জনের মৃত্যু হয়েছে।

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত