হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি জাহাজে হামলা চালাতে পারে ইয়েমেনের হুতি গোষ্ঠী

লোহিত সাগর ও বাব আল–মান্দেব প্রণালিতে ইসরায়েলি জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। 

গতকাল মঙ্গলবার এক হুতি নেতা ইসরায়েলে হামলা চালানোর হুঁশিয়ারি দেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

এক টেলিভিশন ভাষণে হুতি নেতা আবদুল মালিক বলেন, ‘লোহিত সাগরে, বিশেষ করে বাব আল-মান্দাব এবং ইয়েমেনের আঞ্চলিক জলসীমার কাছে যে কোনো ইসরায়েলি জাহাজকে ক্রমাগত পর্যবেক্ষণ ও অনুসন্ধানের জন্য আমাদের চোখ সর্বক্ষণিক খোলা রয়েছে।’

চলতি মাসে সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ইসরায়েল ও ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর যুদ্ধ বৃহত্তর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি স্পষ্ট হয়ে উঠছে। 

২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধে চালিয়ে আসছে হুতিরা। সংগঠনটি আরব উপদ্বীপে হাজার হাজার যোদ্ধা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোনের বিশাল অস্ত্রাগারসহ এক প্রধান সামরিক বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে। 

গোষ্ঠীটি ইয়েমেনের উত্তরাঞ্চল ও এর লোহিত সাগরের উপকূল নিয়ন্ত্রণ করে। 

গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর ১ হাজার ২০০ জন নিহতের পর থেকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের ক্ষেত্রে ওয়াশিংটন বিশেষ সতর্কতা অবলম্বন করছে। 

তখন থেকে গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুসারে, ইসরায়েল হামলায় গত শুক্রবার পর্যন্ত ১১ হাজার ৭৮ জনের মৃত্যু হয়েছে।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া