হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েল-ইরান সংঘাতের ফয়সালা করতে পারে মস্কো: রুশ দূত

আজকের পত্রিকা ডেস্ক­

কিরিল দিমিত্রিয়েভ। ছবি: সংগৃহীত

ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষিতে রাশিয়া একটি ‘‌মূল ভূমিকা' পালন করতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিয়েভ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘ ফোনালাপের পর তিনি এই মন্তব্য করলেন।

ফোনালাপের পর ট্রাম্প বলেন, পুতিন প্রস্তুত। সে নিজেই আমাকে ফোন করেছে। আমরা এই বিষয়ে দীর্ঘ কথা বলেছি।

ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা চরমে পৌঁছেছে। ইরানে ইসরায়েলের একের পর এক হামলার পর পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এই উত্তেজনাকর পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে একটি মধ্যস্থতাকারীর খোঁজ চলছে, যে উভয় পক্ষের সঙ্গে কথা বলতে পারবে।

রাশিয়া ঐতিহাসিকভাবে ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং একই সঙ্গে ইসরায়েলের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। ইউক্রেন যুদ্ধের পর বিশ্বমঞ্চে রাশিয়ার কৌশলগত অবস্থান পরিবর্তিত হলেও, মস্কো এখনো মধ্যপ্রাচ্যের অনেক ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখছে। পুতিনের সম্ভাব্য মধ্যস্থতার প্রস্তাব আন্তর্জাতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

প্রতিষ্ঠানগুলো দখলে নিন, খুনিদের নাম লিখে রাখুন—ইরানিদের উদ্দেশে ট্রাম্প

ইরানে মার্কিন অস্ত্র উদ্ধার ও বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে: আরাগচি

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা