হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে ইরানের ‘গুপ্তচর’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের বাড়িতে কাজ করা এক ব্যক্তির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে দেশটির সরকার। ইসরায়েল সরকার বলছে, ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন ওমরি গোরেন নামের ওই ব্যক্তি। গত বৃহস্পতিবার ইসরায়েল সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। তিনি মূলত গান্তজের বাড়ি পরিষ্কারের কাজ করতেন। গুপ্তচরবৃত্তির জন্য ওমরি ইরানের ওই ব্যক্তির কাছে সাত হাজার ডলার চেয়েছিলেন।

শিন বেত জানায়, ওমরি গোরেন গান্তজের বাড়ি থেকে ছবি তুলে ইরানের ওই ব্যক্তিকে দিয়েছেন। ইরানের ওই ব্যক্তি তাঁকে গান্তজের কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল করার প্রস্তাবও দেয়।    

 ওমরি গোরেন নামের অভিযুক্ত ওই গৃহকর্মীকে এ মাসের শুরুর দিকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ আনা হয়েছে।

 ওমরি গোরেনের আইনজীবী গাল উলফ জানিয়েছেন, তাঁর মক্কেল টাকার জন্য কাজগুলো করেছেন। তাঁর উদ্দেশ্য ছিল টাকা হাতিয়ে নিয়ে ইরানের ওই লোককে ফাঁকি দেওয়া। রাষ্ট্রীয় নিরাপত্তার কোনো ক্ষতি হোক সেটি তিনি চাননি।

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি