হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে ইরানের ‘গুপ্তচর’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের বাড়িতে কাজ করা এক ব্যক্তির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে দেশটির সরকার। ইসরায়েল সরকার বলছে, ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন ওমরি গোরেন নামের ওই ব্যক্তি। গত বৃহস্পতিবার ইসরায়েল সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। তিনি মূলত গান্তজের বাড়ি পরিষ্কারের কাজ করতেন। গুপ্তচরবৃত্তির জন্য ওমরি ইরানের ওই ব্যক্তির কাছে সাত হাজার ডলার চেয়েছিলেন।

শিন বেত জানায়, ওমরি গোরেন গান্তজের বাড়ি থেকে ছবি তুলে ইরানের ওই ব্যক্তিকে দিয়েছেন। ইরানের ওই ব্যক্তি তাঁকে গান্তজের কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল করার প্রস্তাবও দেয়।    

 ওমরি গোরেন নামের অভিযুক্ত ওই গৃহকর্মীকে এ মাসের শুরুর দিকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ আনা হয়েছে।

 ওমরি গোরেনের আইনজীবী গাল উলফ জানিয়েছেন, তাঁর মক্কেল টাকার জন্য কাজগুলো করেছেন। তাঁর উদ্দেশ্য ছিল টাকা হাতিয়ে নিয়ে ইরানের ওই লোককে ফাঁকি দেওয়া। রাষ্ট্রীয় নিরাপত্তার কোনো ক্ষতি হোক সেটি তিনি চাননি।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া