হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে ইরানের ‘গুপ্তচর’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের বাড়িতে কাজ করা এক ব্যক্তির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে দেশটির সরকার। ইসরায়েল সরকার বলছে, ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন ওমরি গোরেন নামের ওই ব্যক্তি। গত বৃহস্পতিবার ইসরায়েল সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। তিনি মূলত গান্তজের বাড়ি পরিষ্কারের কাজ করতেন। গুপ্তচরবৃত্তির জন্য ওমরি ইরানের ওই ব্যক্তির কাছে সাত হাজার ডলার চেয়েছিলেন।

শিন বেত জানায়, ওমরি গোরেন গান্তজের বাড়ি থেকে ছবি তুলে ইরানের ওই ব্যক্তিকে দিয়েছেন। ইরানের ওই ব্যক্তি তাঁকে গান্তজের কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল করার প্রস্তাবও দেয়।    

 ওমরি গোরেন নামের অভিযুক্ত ওই গৃহকর্মীকে এ মাসের শুরুর দিকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ আনা হয়েছে।

 ওমরি গোরেনের আইনজীবী গাল উলফ জানিয়েছেন, তাঁর মক্কেল টাকার জন্য কাজগুলো করেছেন। তাঁর উদ্দেশ্য ছিল টাকা হাতিয়ে নিয়ে ইরানের ওই লোককে ফাঁকি দেওয়া। রাষ্ট্রীয় নিরাপত্তার কোনো ক্ষতি হোক সেটি তিনি চাননি।

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়