হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে ইরানের ‘গুপ্তচর’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের বাড়িতে কাজ করা এক ব্যক্তির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে দেশটির সরকার। ইসরায়েল সরকার বলছে, ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন ওমরি গোরেন নামের ওই ব্যক্তি। গত বৃহস্পতিবার ইসরায়েল সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। তিনি মূলত গান্তজের বাড়ি পরিষ্কারের কাজ করতেন। গুপ্তচরবৃত্তির জন্য ওমরি ইরানের ওই ব্যক্তির কাছে সাত হাজার ডলার চেয়েছিলেন।

শিন বেত জানায়, ওমরি গোরেন গান্তজের বাড়ি থেকে ছবি তুলে ইরানের ওই ব্যক্তিকে দিয়েছেন। ইরানের ওই ব্যক্তি তাঁকে গান্তজের কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল করার প্রস্তাবও দেয়।    

 ওমরি গোরেন নামের অভিযুক্ত ওই গৃহকর্মীকে এ মাসের শুরুর দিকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ আনা হয়েছে।

 ওমরি গোরেনের আইনজীবী গাল উলফ জানিয়েছেন, তাঁর মক্কেল টাকার জন্য কাজগুলো করেছেন। তাঁর উদ্দেশ্য ছিল টাকা হাতিয়ে নিয়ে ইরানের ওই লোককে ফাঁকি দেওয়া। রাষ্ট্রীয় নিরাপত্তার কোনো ক্ষতি হোক সেটি তিনি চাননি।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের