হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের হাইফা বন্দরে মার্স্ক কনটেইনারবাহী জাহাজ চলাচল বন্ধ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের জেরে বিশ্বের বৃহত্তম কনটেইনার শিপিং কোম্পানি মার্স্ক (Maersk) ইসরায়েলের হাইফা বন্দরে তাদের জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। আজ শুক্রবার (২০ জুন) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ডেনমার্কের এই সংস্থা। তবে এই অঞ্চলে তাদের অন্যান্য কার্যক্রমে আপাতত কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছে মার্স্ক।

প্রসঙ্গত, হাইফা বন্দর ২০২২ সালে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছিল। বর্তমানে এর ৭০ শতাংশ মালিকানা ভারতের আদানি পোর্টসের (Adani Ports) হাতে, বাকি ৩০ শতাংশ ইসরায়েলের গ্যাডট গ্রুপের (Gadot Group)।

আদানি পোর্টস হলো বিলিয়নিয়ার গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপের বন্দর পরিচালনাকারী সংস্থা। হাইফা বন্দরসহ ভারতের বাইরে এই সংস্থা মোট চারটি বন্দর পরিচালনা করে। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে আদানি গ্রুপের একজন মুখপাত্রের মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো উত্তর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালিয়ে আসছে, যার উদ্দেশ্য হিসেবে তারা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর কথা বলছে। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা অস্বীকার করে ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের বিপ্লবী গার্ডস জানিয়েছে, তারা হাইফা ও তেল আবিবের ইসরায়েলি প্রতিরক্ষাশিল্পের সঙ্গে যুক্ত সামরিক ও শিল্প স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা