হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের হাইফা বন্দরে মার্স্ক কনটেইনারবাহী জাহাজ চলাচল বন্ধ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের জেরে বিশ্বের বৃহত্তম কনটেইনার শিপিং কোম্পানি মার্স্ক (Maersk) ইসরায়েলের হাইফা বন্দরে তাদের জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। আজ শুক্রবার (২০ জুন) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ডেনমার্কের এই সংস্থা। তবে এই অঞ্চলে তাদের অন্যান্য কার্যক্রমে আপাতত কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছে মার্স্ক।

প্রসঙ্গত, হাইফা বন্দর ২০২২ সালে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছিল। বর্তমানে এর ৭০ শতাংশ মালিকানা ভারতের আদানি পোর্টসের (Adani Ports) হাতে, বাকি ৩০ শতাংশ ইসরায়েলের গ্যাডট গ্রুপের (Gadot Group)।

আদানি পোর্টস হলো বিলিয়নিয়ার গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপের বন্দর পরিচালনাকারী সংস্থা। হাইফা বন্দরসহ ভারতের বাইরে এই সংস্থা মোট চারটি বন্দর পরিচালনা করে। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে আদানি গ্রুপের একজন মুখপাত্রের মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো উত্তর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালিয়ে আসছে, যার উদ্দেশ্য হিসেবে তারা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর কথা বলছে। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা অস্বীকার করে ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের বিপ্লবী গার্ডস জানিয়েছে, তারা হাইফা ও তেল আবিবের ইসরায়েলি প্রতিরক্ষাশিল্পের সঙ্গে যুক্ত সামরিক ও শিল্প স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের