হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় আবু শাবাব গ্যাংয়ের প্রধানকে আত্মসমর্পণে ১০ দিন সময় দিল হামাস

আজকের পত্রিকা ডেস্ক­

নিজের গ্যাংয়ের সঙ্গে ইয়াসির আবু শাবাব। ছবি: সংগৃহীত

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ গাজার প্রভাবশালী আবু শাবাব গোত্রের নেতা ইয়াসির আবু শাবাবকে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে। এই আলটিমেটামে বলা হয়েছে—তিনি যেন নিজ উদ্যোগে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাসবিরোধী সশস্ত্র গ্যাংয়ের নেতা ইয়াসির আবু শাবাবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, অবৈধ সশস্ত্র গোষ্ঠী গঠন এবং সশস্ত্র বিদ্রোহ পরিচালনার অভিযোগে বিচার করা হবে।

বিবৃতিতে বলা হয়, ‘যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করেন, তবে তাকে আইনের চোখে পলাতক হিসেবে বিবেচনা করা হবে এবং অনুপস্থিত অবস্থাতেই তার বিচার চলবে।’

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত ‘বিপ্লবী আদালত’ নামে একটি বিশেষ আদালতের মাধ্যমে গৃহীত হয়েছে। এই আদালত গাজাবাসীদের আহ্বান করেছে—যারাই শাবাবের অবস্থান সম্পর্কে কিছু জানেন, তারা যেন হামাসের নিরাপত্তা বাহিনীকে তা অবহিত করেন। বর্তমানে তিনি দক্ষিণ গাজার রাফাহ এলাকায় অবস্থান করছেন। এই এলাকাটি এখন ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।

এর আগে জুন মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, গাজায় হামাসবিরোধী কিছু গোত্রকে সক্রিয়ভাবে কাজে লাগানো হচ্ছে। গাজার কিছু গোত্র স্থানীয়ভাবে প্রভাবশালী এবং অতীতে হামাসের সঙ্গে তাদের উত্তেজনা বা সংঘর্ষ নজির রয়েছে।

স্থানীয় ও ত্রাণকর্মীরা অভিযোগ করেছেন—গাজায় কিছু গোত্র মানবিক সহায়তা বহনকারী ট্রাক থেকে ত্রাণ লুট করেছে এবং অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছে। তবে কয়েকটি গোত্র ইসরায়েলের সঙ্গে সহযোগিতা অস্বীকার করে লুটপাটের নিন্দা জানিয়ে প্রকাশ্য বিবৃতি দিয়েছে।

আবু শাবাব গোষ্ঠী এক অনলাইন বিবৃতিতে দাবি করেছে, তারা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে ইসরায়েল-সমর্থিত নতুন খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে সাহায্যের চালান নিরাপদে পৌঁছাতে সহায়তা করছে। তবে, অনেক ফিলিস্তিনি বলছেন, এই গোষ্ঠীও ত্রাণ সহায়তা বহনকারী কিছু বহরে হামলা ও লুটপাটে জড়িত রয়েছে।

ইরানের হুমকির পর মার্কিন কর্মীদের কাতারের ঘাঁটি ছাড়ার পরামর্শ

ইরান ছাড়তে চাওয়া মানুষের ভিড় বাড়ছে তুরস্ক সীমান্তে

প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার আগাম হুমকি ইরানের

‘আমার পা আমার আগেই বেহেশতে চলে গেছে’

গাজা গণহত্যায় অস্ত্র-অর্থ দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত—গোপন নথি ফাঁস

গাজায় তীব্র শীতে ৬ শিশুর মৃত্যু, দেয়াল ধসে নিহত আরও ৫

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

প্রতিষ্ঠানগুলো দখলে নিন, খুনিদের নাম লিখে রাখুন—ইরানিদের উদ্দেশে ট্রাম্প

ইরানে মার্কিন অস্ত্র উদ্ধার ও বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার