হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টাকে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, ইরান নয়। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

এক সাক্ষাৎকারে আরাঘচিকে প্রশ্ন করা হয়, সাম্প্রতিক মার্কিন হামলার পর ইরান আবার কূটনৈতিক আলোচনায় ফিরবে কি না। জবাবে তিনি বলেন, ‘এই প্রশ্নটাই অবান্তর। আমরা তো আলোচনার মাঝখানেই ছিলাম, যখন ইসরায়েল হামলা চালাল।’

আব্বাস আরাঘচি আরও বলেন, ‘আমরা তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছিলাম, আবার দুদিন আগেই জেনেভায় ইউরোপীয়দের সঙ্গে বৈঠক করেছি। আর এই মুহূর্তেই আমেরিকানরাই সামরিক হামলা চালিয়ে পুরো আলোচনা ভণ্ডুল করে দিয়েছে।’

‘এটি ছিল কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা,’ বলেন আরাঘচি। ‘ইরান নয়, যুক্তরাষ্ট্রই প্রমাণ করেছে যে তারা কূটনীতির লোক নয়। তারা কেবল হুমকি ও শক্তির ভাষা বোঝে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

এই প্রেক্ষাপটে আরাঘচি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এখন সময় এসেছে বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসার। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী হুমকি রুখে দেওয়া সবার দায়িত্ব। ইরান কিছুই ভুল করেনি। আমাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমরা বুঝতে পারছি না, এমন এক মিথ্যা অভিযোগের ভিত্তিতে কেন ইরানের ওপর হামলা চালানো হচ্ছে যে, ইরান নাকি পারমাণবিক অস্ত্র বানাতে চায়।’

আরাঘচি বলেন, আগের পারমাণবিক চুক্তি ভেঙেছে যুক্তরাষ্ট্রই। আলোচনার টেবিলও তারা নিজেরাই উল্টে দিয়েছে সামরিক হামলা চালিয়ে। এখন আন্তর্জাতিক সম্প্রদায় যদি এটিকে থামাতে না পারে, তাহলে আন্তর্জাতিক আইন বলে কিছু আর থাকবে না।

শেষে আরাঘচি বলেন, ‘ইরানি জনগণ সরকারকে ঘিরে ঐক্যবদ্ধ। আমরা যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াব।’

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত