হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে অন্তত ১৪ জন ফিলিস্তিনিকে হত্যা

ইসরায়েলি বাহিনী (আইডিএফ) গতকাল শনিবার অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে অন্তত ১৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। অন্যদিকে, পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের পৃথক আক্রমণে আহতদের হাসপাতালে নেওয়ার পথে একজন অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

ইসরায়েলি বাহিনী গত শুক্রবার ভোররাতে ফিলিস্তিনি শহর তুলকারমের কাছে নূর শামস এলাকায় অভিযান শুরু করে এবং গতকাল পর্যন্ত ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে গুলিবিনিময় করেছে। এ ছাড়া, নূর শামসের ওপর কমপক্ষে তিনটি ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেছে।

ফিলিস্তিনের বেশ কটি উপদলীয় বাহিনীকে একত্রিত করা তুলকারম ব্রিগেড বলেছে, গতকাল তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে গুলিবিনিময় করেছে।

প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) দীর্ঘ এবং ৫০ কিলোমিটার চওড়া অঞ্চল পশ্চিম তীর। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল অঞ্চলটি দখল করার পর থেকেই ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিম তীর।

গতকাল ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযানে অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি সূত্র এবং কর্মকর্তারা এদের মধ্যে একজনকে বন্দুকধারী এবং আরেকজনকে ১৬ বছর বয়সী কিশোর হিসেবে চিহ্নিত করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, অভিযানের সময় বেশ কয়েকজন জঙ্গি নিহত ও গ্রেপ্তার হয়েছে এবং গুলিবিনিময়ে অন্তত চার সেনা আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, পৃথক একটি ঘটনায় ৫০ বছর বয়সী একজন অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন। নাবলুস শহরের দক্ষিণে আল-সাওয়াইয়া গ্রামের কাছে ইসরায়েলিদের গুলিতে আহত ফিলিস্তিনিদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আইডিএফের হামলায় তিনি নিহত হন।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ রোববার জানিয়েছে, ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের আগ্রাসনে গাজা ও পশ্চিম তীরে কমপক্ষে ৩৪ হাজার ৯৭ জন নিহত হয়েছেন। গাজায় আহতের সংখ্যা কমপক্ষে ৭৬ হাজার ৯৮০। গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা অন্তত ৪৮।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪