হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ফের হামলার দাবি মিথ্যাচার, যুদ্ধবিরতি নিশ্চিত করল ইরানের নিরাপত্তা পরিষদ

আজকের পত্রিকা ডেস্ক­

যুদ্ধবিরতি নিশ্চিত করল ইরানের নিরাপত্তা পরিষদ । ছবি: সংগৃহীত

ইসরায়েল ফের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার যে দাবি করেছে, সেটি ভুয়া বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। পাশাপাশি দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইরানের ইসনা (আইএসএনএ) সংবাদ সংস্থা ইরানের সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে—এমন খবর ভুল। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যার কারণে উত্তর ইসরায়েলে সাইরেন বাজানো হয়।

এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, জায়নবাদী শত্রু (ইসরায়েল) ও তার নিকৃষ্ট সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধ থামানোর জাতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শত্রুর বর্বরতার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ‘লজ্জাজনক ও দৃষ্টান্তমূলক প্রতিশোধ’ নিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাতে কাতারে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয় এবং ভোরে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হয়।

পরিষদ আরও জানায়, ইরানের ভূখণ্ডে হামলার জবাব দেওয়া হয়েছে সময়োপযোগী ও সমান মাত্রায়। এর ফলে শত্রু আফসোসের পরাজয় মেনে নিতে এবং একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছে। এতে আরও বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর কথায় কোনো আস্থা রাখে না এবং ট্রিগারে আঙুল রেখে শত্রুর যেকোনো আইন লঙ্ঘনের কঠোর ও প্রতিরোধমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার