হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ফের হামলার দাবি মিথ্যাচার, যুদ্ধবিরতি নিশ্চিত করল ইরানের নিরাপত্তা পরিষদ

আজকের পত্রিকা ডেস্ক­

যুদ্ধবিরতি নিশ্চিত করল ইরানের নিরাপত্তা পরিষদ । ছবি: সংগৃহীত

ইসরায়েল ফের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার যে দাবি করেছে, সেটি ভুয়া বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। পাশাপাশি দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইরানের ইসনা (আইএসএনএ) সংবাদ সংস্থা ইরানের সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে—এমন খবর ভুল। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যার কারণে উত্তর ইসরায়েলে সাইরেন বাজানো হয়।

এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, জায়নবাদী শত্রু (ইসরায়েল) ও তার নিকৃষ্ট সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধ থামানোর জাতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শত্রুর বর্বরতার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ‘লজ্জাজনক ও দৃষ্টান্তমূলক প্রতিশোধ’ নিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাতে কাতারে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয় এবং ভোরে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হয়।

পরিষদ আরও জানায়, ইরানের ভূখণ্ডে হামলার জবাব দেওয়া হয়েছে সময়োপযোগী ও সমান মাত্রায়। এর ফলে শত্রু আফসোসের পরাজয় মেনে নিতে এবং একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছে। এতে আরও বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর কথায় কোনো আস্থা রাখে না এবং ট্রিগারে আঙুল রেখে শত্রুর যেকোনো আইন লঙ্ঘনের কঠোর ও প্রতিরোধমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪