হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ফের হামলার দাবি মিথ্যাচার, যুদ্ধবিরতি নিশ্চিত করল ইরানের নিরাপত্তা পরিষদ

আজকের পত্রিকা ডেস্ক­

যুদ্ধবিরতি নিশ্চিত করল ইরানের নিরাপত্তা পরিষদ । ছবি: সংগৃহীত

ইসরায়েল ফের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার যে দাবি করেছে, সেটি ভুয়া বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। পাশাপাশি দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইরানের ইসনা (আইএসএনএ) সংবাদ সংস্থা ইরানের সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে—এমন খবর ভুল। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যার কারণে উত্তর ইসরায়েলে সাইরেন বাজানো হয়।

এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, জায়নবাদী শত্রু (ইসরায়েল) ও তার নিকৃষ্ট সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধ থামানোর জাতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শত্রুর বর্বরতার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ‘লজ্জাজনক ও দৃষ্টান্তমূলক প্রতিশোধ’ নিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাতে কাতারে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয় এবং ভোরে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হয়।

পরিষদ আরও জানায়, ইরানের ভূখণ্ডে হামলার জবাব দেওয়া হয়েছে সময়োপযোগী ও সমান মাত্রায়। এর ফলে শত্রু আফসোসের পরাজয় মেনে নিতে এবং একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছে। এতে আরও বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর কথায় কোনো আস্থা রাখে না এবং ট্রিগারে আঙুল রেখে শত্রুর যেকোনো আইন লঙ্ঘনের কঠোর ও প্রতিরোধমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান