হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞায় লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও ছেলে

লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর রিয়াদ সালামেহেরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, সালামেহ দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে লেবাননে আইনের শাসন ভাঙতে ভূমিকা রেখেছেন। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে লাভবান হয়েছেন তিনি নিজে এবং তাঁর সহযোগীরা। 

ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি এক বিবৃতিতে বলেছে, সালামেহ তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন, সম্ভবত লেবাননের আইন লঙ্ঘন করে নিজেকে এবং তাঁর সহযোগীদের আর্থিক সুবিধা পাইয়ে দিতে ইউরোপীয় রিয়েল এস্টেটে বিনিয়োগের উদ্দেশ্যে একাধিক শেল কোম্পানির মাধ্যমে কয়েক মিলিয়ন ডলার পাচার করেছেন। 

এই নিষেধাজ্ঞা সাবেক গভর্নরের ভাই রাজা সালামেহ ও তাঁর সাবেক সহকারী মারিয়ান হোয়েকের জন্যও প্রযোজ্য হবে। ওয়াশিংটন ও লন্ডন আনা কোসাকোভা নামের এক নারীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে। এই নারীর গর্ভে রিয়াদ সালামেহের একটি সন্তান রয়েছে। যুক্তরাষ্ট্র তাঁর ছেলে নাদি সালামেহের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে। 

রিয়াদ সালামেহ ও তার সহযোগীদের সম্পদ জব্দ এবং তাদের ও মার্কিন নাগরিক বা ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে লেনদেনও এই নিষেধাজ্ঞার আওতায়। 

সালামেহ অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তিন দেশের এই নিষেধাজ্ঞা তিনি চ্যালেঞ্জ করবেন। যেখানে আগের তদন্তের ভিত্তিতে তাঁর কিছু সম্পত্তি এরই মধ্যে স্থগিত করা হয়েছে।

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’