হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞায় লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও ছেলে

লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর রিয়াদ সালামেহেরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, সালামেহ দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে লেবাননে আইনের শাসন ভাঙতে ভূমিকা রেখেছেন। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে লাভবান হয়েছেন তিনি নিজে এবং তাঁর সহযোগীরা। 

ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি এক বিবৃতিতে বলেছে, সালামেহ তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন, সম্ভবত লেবাননের আইন লঙ্ঘন করে নিজেকে এবং তাঁর সহযোগীদের আর্থিক সুবিধা পাইয়ে দিতে ইউরোপীয় রিয়েল এস্টেটে বিনিয়োগের উদ্দেশ্যে একাধিক শেল কোম্পানির মাধ্যমে কয়েক মিলিয়ন ডলার পাচার করেছেন। 

এই নিষেধাজ্ঞা সাবেক গভর্নরের ভাই রাজা সালামেহ ও তাঁর সাবেক সহকারী মারিয়ান হোয়েকের জন্যও প্রযোজ্য হবে। ওয়াশিংটন ও লন্ডন আনা কোসাকোভা নামের এক নারীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে। এই নারীর গর্ভে রিয়াদ সালামেহের একটি সন্তান রয়েছে। যুক্তরাষ্ট্র তাঁর ছেলে নাদি সালামেহের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে। 

রিয়াদ সালামেহ ও তার সহযোগীদের সম্পদ জব্দ এবং তাদের ও মার্কিন নাগরিক বা ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে লেনদেনও এই নিষেধাজ্ঞার আওতায়। 

সালামেহ অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তিন দেশের এই নিষেধাজ্ঞা তিনি চ্যালেঞ্জ করবেন। যেখানে আগের তদন্তের ভিত্তিতে তাঁর কিছু সম্পত্তি এরই মধ্যে স্থগিত করা হয়েছে।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’