হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার নিহত 

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার তালিব সামি আবদুল্লাহ নিহত হয়েছেন। তিনি হাজি তালিব নামেও পরিচিত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে তিনি নিহত হন। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 
 
হাজি তালিব ১৯৬৯ সালে লেবাননের আ’দশিত অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার ছিলেন। হিজবুল্লাহ এক ঘোষণায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের জাওয়ায় গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনী একটি আবাসিক দালানে আঘাত হানলে হাজি তালিব মারা যান। 

হিজবুল্লাহ হাজি তালিব এবং আরও তিন সদস্যের মৃত্যুর বিষয়ে শোক প্রকাশ করেছে পৃথক পৃথক বিবৃতিতে। জানা গেছে, ইসরায়েলি হামলায় এই চারজন নিহত হওয়া ছাড়াও আরও অন্তত বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত বাকি তিন সদস্য হলেন—মোহাম্মদ হোসেইন সাবরা বাকের, আলি সালিম সফওয়ান এবং হোসেইন ক্বাসেম হুমাইয়িদ। 

এর আগে, গত সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরের রামাল্লায় অন্তত চারজন নিহত হয়। এই চারজনকে ইসরায়েলি দখলদার বাহিনী গুলি করে হত্যা করে। তাঁরা হলেন—মুহাম্মদ রাসলান আবদো, মুহাম্মদ জাবের আবদো ও রুশদি সামিহ আতায়া। চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, চতুর্থ ব্যক্তির নাম ওয়াসিম বাসাম জিদান। 

এদিকে, গত সোমবার ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় হামাসের পেতে রাখা বুবি-ট্র্যাপে চার ইসরায়েলি সেনার মৃত্যু হয়। তাদের নিয়ে গাজায় ২৯৯ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। নিহত চার সেনা হলেন—মেজর তাল সেবেনস্কি শোলাভ, স্টাফ সার্জেন্ট আইতান কার্লসবার্ন, সার্জেন্ট আলমগ শালোম এবং ইয়ের লেভিন। আইডিএফের তথ্য অনুসারে, এই চারজনই ইসরায়েলি বাহিনীর জিভাতি ব্রিগেডের হয়ে কাজ করতেন।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের