হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জাতিসংঘ পরমাণু সংস্থাকে সহযোগিতা করবে না ইরান, সংসদে বিল

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের পার্লামেন্ট আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিতসংক্রান্ত একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ জানিয়েছে, আজ বুধবার এই বিল অনুমোদিত হয়। এর ফলে দেশটির পরমাণু কার্যক্রমে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও স্বচ্ছতার পথ আরও সংকুচিত হলো।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা তুঙ্গে। টানা ১২ দিনের সংঘাতের পর তেহরান এই পদক্ষেপ নিল। ইসরায়েলের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে ইরান সব সময়ই বলে আসছে, তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।

বিলটি এখন আইনে পরিণত করতে গেলে গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে। এতে বলা হয়েছে, ভবিষ্যতে আইএইএর পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে হলে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন নিতে হবে।

পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি ইতিমধ্যে বিলটির মূল কাঠামো অনুমোদন করেছে। কমিটির মুখপাত্র জানিয়েছেন, বিল কার্যকর হলে আইএইএর পর্যবেক্ষণ ক্যামেরা স্থাপন, নিয়মিত পরিদর্শন ও রিপোর্ট দেওয়া স্থগিত রাখা হবে।

আইএইএর পক্ষ থেকে বিলটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, তিনি ইরানে পরিদর্শক দল পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে, সেসব স্থাপনায়, যেখানে ১৩ জুনের ইসরায়েলি হামলার আগে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছিল।

এই বিল পাস ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার