হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইউক্রেনে পাঠানো রাশিয়ার বেশির ভাগ ড্রোনই শুধু ধোঁকা দিতে

ছবি: সংগৃহীত

ব্রিটিশ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ইউক্রেনে যেসব ড্রোন পাঠিয়েছে তার অর্ধেকেরও বেশি আসলে প্রতারণামূলক ড্রোন। এগুলোর মূল উদ্দেশ্য ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা।

গত মাসেই (নভেম্বর) প্রায় ২ হাজার ৩০০টি ড্রোন ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাঠিয়েছিল রাশিয়া। এর মধ্যে ৬০ শতাংশ ড্রোনই ছিল অপেক্ষাকৃত ছোট এবং সস্তা। ইরানি নকশায় তৈরি শাহেদ নামে আক্রমণাত্মক ড্রোনগুলোর চেয়ে এগুলো অনেক কম দামি।

এ বিষয়ে ব্রিটিশ কর্মকর্তারা বলেন, ‘এই ড্রোনগুলোর লক্ষ্য হচ্ছে ইউক্রেনের প্রতিরক্ষার প্রচেষ্টাকে জটিল করা, রাডারের তথ্য বিভ্রান্ত করা এবং আকাশ প্রতিরক্ষা দলের ওপর অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি করে দীর্ঘ মেয়াদে ক্লান্ত করে ফেলা।’

কিছু ড্রোন আবার সামান্য পরিমাণ বিস্ফোরক বহন করতে পারে। তবে এই বিস্ফোরকের পরিমাণ সর্বোচ্চ ৫ কেজি পর্যন্ত হতে পারে। ফলে এগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছালে ক্ষতি করতে সক্ষম।

ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসে (ডিসেম্বর) রাশিয়ার ড্রোন হামলার সংখ্যা কমেছে। এই মাসে ৮৫০টি ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। গত মাসের তুলনায় যা উল্লেখযোগ্যভাবে কম। এর পেছনে আবহাওয়ারও প্রভাব থাকতে পারে। কারণ বড় আকারের ড্রোন হামলার পরে কিছু সময় ধরে কার্যক্রম বন্ধ থাকে।

বিশ্লেষকেরা জানিয়েছেন, ইউক্রেনের হামলা সত্ত্বেও রাশিয়ার ড্রোন উৎপাদন কারখানা এবং নিক্ষেপ কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। প্রতি মাসে রাশিয়া প্রায় ১ হাজার ৫০০টি ড্রোন উৎপাদন করতে পারে। ফলে দেশটি ইউক্রেনে হামলা চালানোর পাশাপাশি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মজুতও পুনরায় পূরণ করতে সক্ষম হচ্ছে। এই পরিস্থিতি ইউক্রেনের জন্য দীর্ঘ মেয়াদে একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার