হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনিদের গাজা থেকে উৎখাত করছে না কেউ: ট্রাম্প

ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন ট্রাম্প। ছবি: এএফপি

গাজা থেকে ‘ফিলিস্তিনিদের কেউ উৎখাত করছে না’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এই বক্তব্যে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের সময় তাঁর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, গাজার দখল নেবে যুক্তরাষ্ট্র। প্রায় ২০ লাখ বাসিন্দাকে ‘স্থায়ীভাবে’ সরিয়ে নেওয়া হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে একাধিকবার এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি মিসর ও জর্ডানের ওপর অনবরত চাপ সৃষ্টি করে যাচ্ছিলেন, যেন তারা গাজার বাসিন্দাদের নিজ দেশে আশ্রয় দেয়।

গাজাকে মধ্যপ্রাচ্যে বিলাসবহুল পর্যটনকেন্দ্র রিভেরা বানানোর খায়েশ মার্কিন প্রেসিডেন্টের। এআই দিয়ে বানানো এর ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশ করেন তিনি। কোন ক্ষমতাবলে গাজার দখল নিতে চান, জানতে চাইলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের আলাদা কোনো ক্ষমতার প্রয়োজন নেই। ট্রাম্পের এমন বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েন উপত্যকার বাসিন্দারা।

সেই কট্টর অবস্থান থেকে সরে এসে ট্রাম্প গাজা ইস্যুতে যে মন্তব্য করেছেন, তাকে সাধুবাদ জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের মুখপাত্র হাজেম কাশেমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে এ তথ্য।

গতকাল বুধবার কাতারে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের গাজার পুনর্গঠন ইস্যুতে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। তারপরই এ ইস্যুতে নিজের অবস্থান পরিবর্তন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে গত সপ্তাহেই গাজার পুনর্গঠনের একটি পরিকল্পনা উপস্থাপন করে মিসর, যা কায়রোতে একটি শীর্ষ সম্মেলনে অনুমোদন দেয় আরব লিগও।

পরিকল্পনা অনুযায়ী, ৬ মাস গাজার পরিকল্পনা করবে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এক অস্থায়ী প্রশাসন। প্রাথমিক পুনর্গঠন সম্পন্ন হলে তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজা পরিচালনার ভার হস্তান্তর করবেন। প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গাজায় মোতায়েন করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি মিসর ও জর্ডান ফিলিস্তিনি কর্তৃপক্ষের পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেবে, যাতে তারা গাজায় আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়।

পরিকল্পনা অনুযায়ী গাজাকে সাতটি ভিন্ন অঞ্চলে ভাগ করে চলবে পুনর্গঠনের কাজ। ওই সাত অঞ্চলে পর্যায়ক্রমে কাজ করা হবে, যাতে গাজার বাসিন্দাদের আশ্রয়ের জন্য উপত্যকার বাইরে যাওয়ার প্রয়োজন না হয়।

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি