হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় জিম্মি থাকা নারী সেনাকে অক্ষত অবস্থায় উদ্ধার করল ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজা থেকে হামাসের কাছে বন্দী অবস্থায় থাকা এক সেনাকে উদ্ধার করেছে। বাংলাদেশ সময় আজ সোমবার রাত ১১টার দিকে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল এই খবর জানিয়েছে।

ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা সেনাসদস্যকে ৭ অক্টোবর ইসরায়েলি বসতিতে আকস্মিক হামলার সময় হামাস যোদ্ধারা অপহরণ করে গাজায় নিয়ে গিয়েছিল। স্থানীয় সময় অনুযায়ী আজ সোমবার সন্ধ্যায় তাঁকে উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে ইসরায়েলি সেনাবাহিনী এক টুইটে জানায়, উদ্ধার হওয়া সেনাসদস্যের নাম কর্নেল ইউরি মাগিদিশ। ওই টুইটে মাগিদিশসহ তাঁর পরিবারের সদস্যদের একটি ছবি পোস্ট করে উদ্ধারের তথ্য জানানো হয়।

টুইটে বলা হয়েছে, ‘এই সৈনিকের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাঁর অবস্থা এখন ভালো এবং সে পরিবারের কাছে আছে।’ 

টুইটে আরও বলা হয়েছে, ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা বাহিনী অপহৃতদের ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে। 

উল্লেখ্য, সম্প্রতি হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় তাঁদের কাছে জিম্মি থাকা অন্তত ৫০ জন নিহত হয়েছেন। 

একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ধারণা করা হচ্ছে, ইহুদিবাদী হামলা ও গণহত্যার ফলে গাজা উপত্যকায় নিহত ইহুদি বন্দীর সংখ্যা ৫০ ছুঁয়েছে।’  

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ১ হাজার ৪০০ মানুষকে হত্যার পাশাপাশি ২২৪ জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস যোদ্ধারা।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪