হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসলামিক জিহাদের কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের

ঢাকা: ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। অব্যাহতভাবে বাড়ছে হতাহতের সংখ্যা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫৮টি শিশুসহ ১৯৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৩০০ জন। পাশাপাশি ইসলায়েলেও প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনের জঙ্গি সংগঠন ইসলামিক জিহাদের কমান্ডার হুসাম আবু হারবিদ ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। তিনি গাজার উত্তরাঞ্চল বিভাগের কমান্ডার ছিলেন।

হুসাম আবু হারবিদ ইসরায়েলের বিরুদ্ধে একাধিক হামলা পরিচালনা করেছিলেন। তাঁর হামলায় ইসরায়েলি এক নাগরিক সামান্য আহত হন। সাম্প্রতিক সময়ের রকেট হামলাতেও তিনি জড়িত ছিলেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কমান্ডার নিহতের বিষয়টি নিশ্চিত করেনি ইসলামিক জিহাদ।

এদিকে গাজা থেকেও ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ৩ হাজার ১৫০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। যার বেশিরভাগই আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করেছে ইসরায়েল।

আন্তর্জাতিক মহল থেকে উভয়পক্ষে অস্ত্রবিরতির আহ্বান জোরদার হচ্ছে, এর মধ্যে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেছেন, পূর্ণ শক্তিতে গাজায় অভিযান অব্যাহত রাখা হবে, যাতে হামাসের ভবিষ্যৎ আক্রমণ ঠেকানো যায়।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন