হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা নাবলুসে একটি বাড়ি ঘেরাও করে গুলি চালালে নিহত হন ওই দুই ফিলিস্তিনি। নিহতদের নাম খয়রি শাহিন (৩৪) ও হামজে মকবুল (৩২) বলে জানা গেছে। খবর বিবিসির। 

এদিকে ইসরায়েল বলেছে, ওই দুই যুবক বন্দুকধারী ছিলেন। তাঁদের আটক করতে গেলে ইসরায়েলি বাহিনীর ওপর গুলি চালান। এ সময় পাল্টা গুলিতে তাঁরা নিহত হন। আর হামাস নিহতদের ‘বীর’ বলে বর্ণনা করেছে এবং ইসরায়েলকে সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করেছে। 

গত এক বছরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ ও আগ্রাসনের মধ্যে এটি সর্বশেষ। এ সপ্তাহে ইসরায়েল জেনিনের একটি শরণার্থী শিবিরে ব্যাপক সামরিক আগ্রাসন শুরু করে। ড্রোন হামলা চালায়। তবে বন্দুকযুদ্ধে প্রতিরোধের চেষ্টা করে গেছে জেনিন ব্রিগেডের সদস্যরা। তিন দিনের এই আগ্রাসনে অন্তত ১২ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। 

এ বছর ইসরায়েলি সেনা ও বহিরাগতদের লক্ষ্য করে ফিলিস্তিনিরা বেশ কিছু হামলা চালিয়েছে। তবে ইসরায়েল বলেছে, জেনিন থেকে সন্ত্রাসবাদের শেষ চিহ্ন মুছে ফেলার আগ পর্যন্ত তারা সামরিক অভিযান চালিয়ে যাবে। 

নাবলুসে শুক্রবার ওই ঘটনার পর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) দুই সদস্য এর বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। 

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সাভাক বলেছে, নাবলুসের কাছে একটি নতুন ইহুদি বসতি, পুলিশের গাড়ি এবং দোকানে গুলি চালানোর পর এই আগ্রাসন চালিয়েছে। 

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের প্যারামেডিকেরা বলেছেন, আহতদের উদ্ধারে অ্যাম্বুলেন্সকেও ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এক ব্যক্তি পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের