হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা নাবলুসে একটি বাড়ি ঘেরাও করে গুলি চালালে নিহত হন ওই দুই ফিলিস্তিনি। নিহতদের নাম খয়রি শাহিন (৩৪) ও হামজে মকবুল (৩২) বলে জানা গেছে। খবর বিবিসির। 

এদিকে ইসরায়েল বলেছে, ওই দুই যুবক বন্দুকধারী ছিলেন। তাঁদের আটক করতে গেলে ইসরায়েলি বাহিনীর ওপর গুলি চালান। এ সময় পাল্টা গুলিতে তাঁরা নিহত হন। আর হামাস নিহতদের ‘বীর’ বলে বর্ণনা করেছে এবং ইসরায়েলকে সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করেছে। 

গত এক বছরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ ও আগ্রাসনের মধ্যে এটি সর্বশেষ। এ সপ্তাহে ইসরায়েল জেনিনের একটি শরণার্থী শিবিরে ব্যাপক সামরিক আগ্রাসন শুরু করে। ড্রোন হামলা চালায়। তবে বন্দুকযুদ্ধে প্রতিরোধের চেষ্টা করে গেছে জেনিন ব্রিগেডের সদস্যরা। তিন দিনের এই আগ্রাসনে অন্তত ১২ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। 

এ বছর ইসরায়েলি সেনা ও বহিরাগতদের লক্ষ্য করে ফিলিস্তিনিরা বেশ কিছু হামলা চালিয়েছে। তবে ইসরায়েল বলেছে, জেনিন থেকে সন্ত্রাসবাদের শেষ চিহ্ন মুছে ফেলার আগ পর্যন্ত তারা সামরিক অভিযান চালিয়ে যাবে। 

নাবলুসে শুক্রবার ওই ঘটনার পর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) দুই সদস্য এর বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। 

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সাভাক বলেছে, নাবলুসের কাছে একটি নতুন ইহুদি বসতি, পুলিশের গাড়ি এবং দোকানে গুলি চালানোর পর এই আগ্রাসন চালিয়েছে। 

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের প্যারামেডিকেরা বলেছেন, আহতদের উদ্ধারে অ্যাম্বুলেন্সকেও ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এক ব্যক্তি পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া