হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েল-ইরান সংঘাত: ২০২৪ সালের তুলনায় এবারের হামলা যে কারণে আলাদা

আজকের পত্রিকা ডেস্ক­

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত নতুন এবং আরও ভয়াবহ মোড় নিয়েছে। আল জাজিরার প্রতিবেদক ডোরসা জাব্বারি জানিয়েছেন, ইসরায়েলের আজকের হামলার পরিধি ও তীব্রতা গত বছরের দুটি পাল্টাপাল্টি হামলার চেয়ে অনেক বেশি।

২০২৪ সালের এপ্রিলে ইসরায়েল দামেস্কে ইরানের দূতাবাসে বোমা হামলার পর ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় সে বছরের অক্টোবরে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশানকে হত্যা করার মাত্র কয়েক দিন পর দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। ওই উভয়বারই ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পাল্টা হামলা চালিয়েছিল।

জাব্বারি ব্যাখ্যা করেন, ইসরায়েল ও ইরানের মধ্যে ২০২৪ সালের পাল্টাপাল্টি সামরিক হামলা ১৯৭৯ সালের পর এ ধরনের প্রথম ঘটনা। ফলে সেটি একটি ‘গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বাধা’ ভেঙে দিয়েছিল। তবে, এবারের হামলার সর্বশেষ ঢেউ সেই বাধাকে আরও এগিয়ে নিয়ে গেছে, কারণ পূর্ববর্তী সময়ের মতো এবার কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে।

জাব্বারি বলেন, ‘এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। এই হামলার মাত্রা অনেক বড় ও বিস্তৃত। আমরা তেহরান, তাবরিজ, কেরমানশাহ, ইস্পাহান, নাতানজ-এর মতো স্থানে হামলা দেখতে পাচ্ছি। এর মাত্রা, এর পরিধি নিশ্চিতভাবে অনেক বড় এবং এটি এখনো চলছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি কোনো কৌশলগত “ইন-অ্যান্ড-আউট” ধরনের হামলা নয়, আমরা যখন কথা বলছি তখনো হামলা চলছে এবং আমরা জানি না কখন তারা শেষ হবে।’

এই পরিস্থিতি ইঙ্গিত দেয়, ইসরায়েল-ইরান সংঘাত এখন এক নতুন ও অপ্রত্যাশিত পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে কোনো আগাম সতর্কতা ছাড়াই ব্যাপক আকারের হামলা চালানো হচ্ছে। এটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এবং উভয় পক্ষের মধ্যে একটি পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার