হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরব ভ্রমণে গেলে সঙ্গ দেবেন ‘সারা’

সৌদি আরবের আবিষ্কৃত রোবট মানবী সারার সঙ্গে অ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে। ছবি: অ্যাক্স

গত সপ্তাহেই লন্ডনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টুরিজম মার্কেট এক্সিবিশনে নতুন এক ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে পরিচয় করিয়ে দিয়েছে সৌদি আরব। ২৫ বছর বয়সী এই তরুণীর নাম সারা। সৌদি আরব ভ্রমণে গেলে পর্যটকেরা তাঁকে যে কোনো সময় তাঁকে সঙ্গী হিসেবে পাবেন। এমনকি বিপদেও বুদ্ধি পরামর্শ দিয়ে তিনি পর্যটকদের সহায় হতে পারেন।

রোববার আরব নিউজ সহ একাধিক সৌদি গণমাধ্যম জানিয়েছে, সারা (SARA) আর কেউ নন, দেশটির আবিষ্কৃত মানবীসদৃশ একটি রোবট। তবে একটি অ্যাপের মাধ্যমেই ভার্চুয়াল সঙ্গী হিসেবে সারাকে পাওয়া যাবে। লন্ডনের পর্যটন মেলায় সারা অ্যাপের বেটা ভার্সন উন্মোচন করেছে সৌদি আরব।

জানা গেছে, এআই দ্বারা পরিচালিত এই ডিজিটাল গাইড সৌদি আরব সম্পর্কে গভীর জ্ঞান রাখে। দেশটির পর্যটন গন্তব্য, ঐতিহাসিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক স্থান, সাংস্কৃতিক বৈচিত্র্য, আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্ট সহ অন্য আরও নানা বিষয়ে সম্যক ধারণা এবং পরামর্শ প্রদান করবে সারা।

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, মেলায় অংশ নেওয়া ব্যক্তিরা ডিজিটাল মানবী সারার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন। তাঁরা সৌদি আরব নিয়ে নানা আলোচনায় মেতে উঠেছিলেন সারার সঙ্গে। অনেকেই এই কথোপকথনের বিষয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন।

স্মার্ট ট্যুরিজমের প্রতি সৌদি আরবের একটি প্রগতিশীল দৃষ্টিভঙ্গির ফল হিসেবে প্রতীয়মান হয়েছে ভ্রমণ গাইড সারা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সারা অ্যাপটি প্রতিনিয়ত তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও তথ্যবহুল এবং আরও মানবী সদৃশ হয়ে উঠছে। এটি ব্যবহারকারীকে বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে সহযোগিতা করবে।

সৌদি অ্যাপ হলেও অন্যান্য ভাষাভাষী মানুষেরাও সারার সঙ্গে সাবলীল কথোপকথন চালিয়ে যেতে পারবেন। কারণ বহুভাষিক এআই জেনারেটিভ দিয়ে অ্যাপটি পরিচালিত হবে।

প্রাসঙ্গিক বিষয়ে পর্যটকদের সঙ্গে আরও বিস্তৃত আলোচনায়ও অংশ নিতে সক্ষম সারা। সঙ্গ দিয়ে এটি সৌদি আরবের লুকানো রত্নগুলোর সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেবে। এমনকি সৌদি আরবের খাঁটি স্থানীয় অভিজ্ঞতা পাওয়ার জন্যও আপনাকে ভ্রমণপথ তৈরি করে দিতে পারে এই ডিজিটাল মানবী।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের