হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ায় মার্কিন হামলায় জ্যেষ্ঠ আইএস নেতা নিহত

সিরিয়ায় মার্কিন বাহিনীর হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। হেলিকপ্টার অভিযানে তিনি নিহত হন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। 

ইউএস সেন্ট্রাল কমান্ড বিবৃতিতে জানায়, হেলিকপ্টার দিয়ে চালানো ওই অভিযানের মূল টার্গেট ছিলেন আব্দ-আল-হাদি মাহমুদ আল-হাজি আলি। স্থানীয় সময় সোমবার (১৭ এপ্রিল) সকালে সিরিয়ার উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়। 

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, বিবৃতিতে আব্দ-আল-হাদিকে মধ্যপ্রাচ্য ও ইউরোপে হামলার মূল পরিকল্পনাকারী এবং আইএসের নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। 

আইএস বিদেশে সিরিয়ার কর্মকর্তাদের অপহরণের পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার অভিযান চালায় মার্কিন বাহিনী। ওই অভিযানে আইএসের আরও দুই সদস্য নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। তবে নিহতদের পরিচয় ও অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। 

মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তুরস্ক-সিরিয়ার উত্তর সীমান্তের জারাব্লুস শহরের প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) পশ্চিমে আল-সুওয়াইদাহ গ্রামের একটি ভবন লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। 
 
এর দুই সপ্তাহ আগে সিরিয়ার ওই একই অঞ্চলে অভিযান চালিয়ে আইএসের অপর এক শীর্ষ নেতা খালিদ আয়িদ আহমেদ আল-জাবুরিকে হত্যা করে মার্কিন বাহিনী। 

 ২০১৪ সালে উত্থানের পর সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে ইসলামি খিলাফত প্রতিষ্ঠা করে আইএস। তবে ২০১৭ সালে ইরাক ও সিরিয়ার অধিকাংশ এলাকার দখল হারায় জঙ্গিগোষ্ঠীটি। দুই বছর পর ২০১৯ সালে সবশেষ ঘাঁটিও হাতছাড়া হয়ে যায়। এর পর থেকে দেশ দুটিতে বিভিন্ন সময়ে প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে আইএস।

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত