হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ায় মার্কিন হামলায় জ্যেষ্ঠ আইএস নেতা নিহত

সিরিয়ায় মার্কিন বাহিনীর হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। হেলিকপ্টার অভিযানে তিনি নিহত হন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। 

ইউএস সেন্ট্রাল কমান্ড বিবৃতিতে জানায়, হেলিকপ্টার দিয়ে চালানো ওই অভিযানের মূল টার্গেট ছিলেন আব্দ-আল-হাদি মাহমুদ আল-হাজি আলি। স্থানীয় সময় সোমবার (১৭ এপ্রিল) সকালে সিরিয়ার উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়। 

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, বিবৃতিতে আব্দ-আল-হাদিকে মধ্যপ্রাচ্য ও ইউরোপে হামলার মূল পরিকল্পনাকারী এবং আইএসের নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। 

আইএস বিদেশে সিরিয়ার কর্মকর্তাদের অপহরণের পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার অভিযান চালায় মার্কিন বাহিনী। ওই অভিযানে আইএসের আরও দুই সদস্য নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। তবে নিহতদের পরিচয় ও অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। 

মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তুরস্ক-সিরিয়ার উত্তর সীমান্তের জারাব্লুস শহরের প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) পশ্চিমে আল-সুওয়াইদাহ গ্রামের একটি ভবন লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। 
 
এর দুই সপ্তাহ আগে সিরিয়ার ওই একই অঞ্চলে অভিযান চালিয়ে আইএসের অপর এক শীর্ষ নেতা খালিদ আয়িদ আহমেদ আল-জাবুরিকে হত্যা করে মার্কিন বাহিনী। 

 ২০১৪ সালে উত্থানের পর সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে ইসলামি খিলাফত প্রতিষ্ঠা করে আইএস। তবে ২০১৭ সালে ইরাক ও সিরিয়ার অধিকাংশ এলাকার দখল হারায় জঙ্গিগোষ্ঠীটি। দুই বছর পর ২০১৯ সালে সবশেষ ঘাঁটিও হাতছাড়া হয়ে যায়। এর পর থেকে দেশ দুটিতে বিভিন্ন সময়ে প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে আইএস।

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের