হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় নিহত হননি ইরানের আইআরজিসি কমান্ডার ইসমাইল কানি: আনাদোলু

আজকের পত্রিকা ডেস্ক­

আইআরজিসি কমান্ডার ইসমাইল কানি। ছবি: আনাদোলু

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এলিট কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বেঁচে আছেন এবং সুস্থ আছেন। এমনটাই দেখা গেছে গতকাল মঙ্গলবার তেহরানে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘বিজয়’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সময়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ওই অনুষ্ঠানে জনতার ভিড়ের মধ্যে ছিলেন কানি। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ‘অপারেশন ডিভাইন ভিক্টরির পর আজ তেহরানের জনগণের সমাবেশে উপস্থিত ছিলেন কমান্ডার কানি।’

রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত প্রেস টিভিও ভিডিওটি প্রকাশ করে জানিয়েছে, ‘কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি তেহরানে বিজয় উদ্‌যাপন অনুষ্ঠানে উল্লসিত জনতার উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। এ বিজয় উদ্‌যাপন ছিল জায়োনিস্ট (ইসরায়েলি) শাসকগোষ্ঠীর বিরুদ্ধে।’

এর আগে, চলতি মাসের শুরুতে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, ইসরায়েলের চালানো হামলায় নিহতদের মধ্যে ইরানের শীর্ষ সামরিক নেতা কানিও রয়েছেন।

গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে সামরিক ও পারমাণবিক স্থাপনাও রয়েছে। ইসরায়েল দাবি করছে, তেহরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তবে ইরান এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।

ইরান পাল্টা হামলা হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এরপর যুক্তরাষ্ট্রও সংঘাতে জড়িয়ে পড়ে এবং রোববার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করে। টানা ১২ দিন ধরে আকাশপথে চলা লড়াইয়ের পর অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতের দিকে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর মাধ্যমে দুপক্ষের চলমান সংঘাতের অবসান ঘটে।

জেরুজালেমে ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের ত্রাণ সংস্থার কার্যালয় উচ্ছেদ, কর্মীদের হত্যার হুমকি

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী