হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিশ্বের প্রথম অলাভজনক শহর গড়ে তুলতে চান সৌদি যুবরাজ

বিশ্বের প্রথম অলাভজনক শহর গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মোহাম্মদ বিন সালমান ফাউন্ডেশনের অর্থায়নে এই শহরটি গড়ে তোলা হবে। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার তিনি এই ঘোষণা দেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিকভাবে শহরটি অলাভজনক সেক্টরের উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে। 

মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘এটি হবে বিশ্বের প্রথম অলাভজনক শহর। এটি নতুন নতুন উদ্ভাবন, উদ্যোক্তা এবং ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে সাহায্য করবে। এ ছাড়া এখানে তরুণদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই শহরের পরিবেশ এমনভাবে গড়ে তোলা হবে, যাতে সবাইকে এটি আকর্ষণ করে।’ 

এই শহরে থাকবে একাডেমি, স্কুল, কলেজ, সম্মেলন কেন্দ্র ও বিজ্ঞান জাদুঘর। এ ছাড়া একটি সৃজনশীল কেন্দ্র নির্মাণ করা হবে, যেখানে বিজ্ঞান এবং নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার সুযোগ করে দেওয়া হবে। 

এই শহরে আরও থাকবে শিল্প একাডেমি, আর্ট গ্যালারি, থিয়েটার, খেলাধুলার জন্য মাঠ, রান্নার শেখার জন্য আলাদা একাডেমি। এ ছাড়া একটি আবাসিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। এই শহরটি গড়ে তোলা হবে সৌদি আরব ও ইরাকের সীমান্তবর্তী এলাকা ওয়াদি হানিফার কাছাকাছি স্থানে। এখানে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে শহরটি গড়ে তোলা হবে। 

টেকসই উন্নয়নে লক্ষ্যে এই শহরের ৪৪ ভাগ এলাকা সবুজায়নের জন্য রাখা হবে। এ ছাড়া আধুনিক সুবিধার সবকিছুই থাকবে এখানে। এক কথায় শহরটি পরিবেশবান্ধব ও আধুনিক সুবিধার সমন্বয়ে গড়ে তোলা হবে। আগামী মাসে এই শহর সম্পর্কে বিস্তারিত জানাবেন সৌদি যুবরাজ। 

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে