হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের হামলায় কারাগারে উল্লাস করে শাস্তি পেলেন ফিলিস্তিনি বন্দীরা

আজকের পত্রিকা ডেস্ক­

ফিলিস্তিনি বন্দীদের ফাইল ছবি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলের একটি কারাগারে বন্দীদের ‘আনন্দ প্রকাশ’ করার অভিযোগে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

ইসরায়েলের কারা বিভাগ জানিয়েছে, গতকাল রোববার মধ্য ইসরায়েলের একটি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের কাছ থেকে ‘উল্লাস ধ্বনি’ শোনা গেছে। এই ঘটনার পর ইসরায়েলের কারা বাহিনীর বিশেষ ‘মেটজাদা’ ইউনিটকে ডেকে পাঠিয়ে সংশ্লিষ্ট সেলগুলোতে অভিযান চালানো হয়।

প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর সদস্যরা কারাগারের ভেতর ঢুকে বন্দীদের দিকে অস্ত্র তাক করেছে। বন্দীরা এ সময় মেঝেতে শুয়ে পড়ে আত্মরক্ষা করার চেষ্টা করলেও তাদের হাতে প্লাস্টিকের বাঁধন দিয়ে বেঁধে ফেলা হয়। একজন বন্দীর চোখও ঢেকে দেওয়া হয়। পরে হাত পেছনে বাঁধা এবং দেহ নত করা অবস্থায় বেশ কয়েকজন বন্দীকে তাদের সেল থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

কারা বিভাগ জানিয়েছে, অভিযুক্ত বন্দীদের একটি শৃঙ্খলাভঙ্গ ট্রাইব্যুনালে তোলা হয়। পরে তাঁদের শাস্তি দেওয়া হয়। তবে কী ধরনের শাস্তি দেওয়া হয়েছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

সিএনএন জানিয়েছে, এটি ছিল জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গবির-এর ‘শত্রুদের প্রতি সমর্থন প্রদর্শনে শূন্য সহনশীলতা’ নীতির অংশ। আজ সোমবার তিনি ইরানের হামলায় নিহত চারজনের শেষ শেষকৃত্যানুষ্ঠানের জন্য পেতাহ তিকভা শহরে গিয়ে আবারও বলেছেন, ‘ইরানের হামলায় আনন্দ বা সমর্থনের যে কোনো বহিঃপ্রকাশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বেন গবির বলেন, ‘এই বিষয়ে শূন্য সহনশীলতা আছে। অনেককেই পুলিশ এরই মধ্যে গ্রেপ্তার করেছে। আমি তাদের এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানাই। এটাই আমার নীতি।’

তিনি আরও বলেন, ‘কারা প্রহরীরা যেভাবে বন্দুক হাতে সেলে ঢুকে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে, সেই দৃশ্যই আমি চাই। যারা ইরানকে সমর্থন করে, তারা সন্ত্রাসকে সমর্থন করে—এদের আটক করতেই হবে।’

এই ঘটনায় ইসরায়েলের মানবাধিকার রক্ষাকারী মহল থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক মহলে এ ধরনের পদক্ষেপ নিয়ে বিতর্ক তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র