হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় নিহতদের মধ্যে ১৩ হাজারই হামাস যোদ্ধা: ইসরায়েল 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় নিহত ৩১ হাজার ফিলিস্তিনিদের মধ্যে হামাসের সদস্যই ১৩ হাজার। এ সময় তিনি হামাস সদস্যদের সন্ত্রাসী বলে আখ্যা দেন। পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ১০০ জনে। এই সময়ে আহত হয়েছে ৭২ হাজার ৬০০ জনেরও বেশি। তার আগে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং গোষ্ঠীটি ২৫৩ জনকে জিম্মি করে আনে। 

ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই দাবি এমন এক সময়ে এল, যখন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, ইসরায়েলি হামলায় নিহতদের ৭২ শতাংশেরও বেশি শিশু ও নারী। এই পরিসংখ্যান তুলে ধরে হামাস ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েলি বাহিনীর জয়কে ‘ভুয়া’ বলে আখ্যা দিয়েছে। 

নেতানিয়াহু বলেছেন, ‘আমরা জয়ের খুবই কাছাকাছি...একবার আমরা রাফাহে অবশিষ্ট (হামাস) সন্ত্রাসী ব্যাটালিয়নের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে এটি কেবল কয়েক সপ্তাহের প্রশ্ন।’ এ সময় তিনি জানান, গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ১৩ হাজার হামাসের যোদ্ধা। 

এদিকে, ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যে ‘নৃশংস অপরাধ’ চালাচ্ছে ইসরায়েল তা বন্ধ ও ‘নিরাপদ মানবিক করিডরের ব্যবস্থা’ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। 

সৌদি আরবের বাদশাহর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছেন নেতানিয়াহু। তিনি জানান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তবে তিনি এও বলেছেন, ‘নেতানিয়াহুকে এটা মাথায় রাখতে হবে যে, হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিরপরাধ মানুষও মারা পড়ছে। 

জো বাইডেন বলেন, ‘ইসরায়েল আসলে যা চাইছে, তা আসলে গাজায় হত্যাকাণ্ডের সঙ্গে যায় না। আমার ধারণা, এটা বড় ভুল।’ তিনি সতর্ক করে বলেন, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের ‘শেষ সীমা’ অতিক্রম করা ঠিক হবে না। তবে মার্কিন প্রেসিডেন্ট জোর দেন, তিনি কখনো যুক্তরাষ্ট্রের এই মিত্রদেশকে ছেড়ে যাবে না।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের